ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাটকলগুলোকে আধুনিকায়ন করার প্রস্তাব দিয়েছে চীন

প্রকাশিত: ০৫:৫২, ১৬ নভেম্বর ২০১৫

পাটকলগুলোকে আধুনিকায়ন করার প্রস্তাব দিয়েছে চীন

বাংলাদেশের বস্ত্র ও পাটকলগুলোকে আধুনিকায়ন করার প্রস্তাব দিয়েছে চীনের বেসরকারী প্রতিষ্ঠান চায়না টেক্সম্যাচ কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি জানায়, দেশীয় বস্ত্র ও পাটকলগুলো আধুনিকায়নে প্রয়োজনীয় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হবে। ঢাকা সফররত চায়না টেক্সম্যাচ কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ফ্যাং উইয়ে রবিবার সচিবালয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে সাক্ষাতকালে এ প্রস্তাব দেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। চীনের প্রতিনিধি দলের এ প্রস্তাবের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পাটশিল্পের উন্নয়নে এ প্রস্তাব খুবই ইতিবাচক। আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, পাটকলগুলোর পুরাতন মেশিন বাদ দিয়ে আধুনিক মেশিন সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বন্ধ মিলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেয়া হবে। মির্জা আজম জানান, বর্তমানে বিজেএমসির ২৬টি মিল চালু আছে। -অর্থনৈতিক রিপোর্টার
×