ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী বছরও জ্বালানি তেলের দরপতন থাকবে

প্রকাশিত: ০৫:৫২, ১৬ নভেম্বর ২০১৫

আগামী বছরও জ্বালানি তেলের দরপতন থাকবে

অতিরিক্ত মজুদের কারণে আগামী বছরও জ্বালানি তেলের দরপতন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে মোট জ্বালানি তেলের মজুদ রয়েছে ৩শ’ কোটি ব্যারেল। এ রিপোর্ট প্রকাশের পরপরই ইউরোপ, চীন এবং জাপানের শেয়ারবাজারে দরপতন দেখা গেছে। এর মধ্যে ইউরোজোন এবং চীনের ধীরগতির কারণে এসব দেশে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ায় জ্বালানির বাজার আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে তেল রফতানিকারক দেশগুলো। এ অবস্থায় ২০১৬ সালে জ্বালানির চাহিদা আরও কমবে বলে আশঙ্কা করছেন তারা। -অর্থনৈতিক রিপোর্টার
×