ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ নভেম্বর ২০১৫

বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ দু’দিনব্যাপী ‘বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস-২০১৫’ শুরু হচ্ছে আজ সোমবার। অনকোলজি ক্লাব, বাংলাদেশের (সার্ক ফেডারেশন অব অনকোলজিস্ট, বাংলাদেশ চ্যাপ্টার) উদ্যোগে রাজধানীর আর্মি গলফ ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ সকাল ন’টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল প্রফেসর ব্রিগেডিয়ার (অব) এম এ মালেক। সভাপতিত্ব করবেন অনকোলজি ক্লাবের চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম এ হাই। এ কংগ্রেসে অস্ট্রেলিয়া, লন্ডন, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকছেন। রবিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ক্যান্সার কংগ্রেস-২০১৫-এর সদস্য সচিব ও মিডিয়া সমন্বয়কারী ডাঃ মোঃ মফিজুর রহমান বলেন, বর্তমান বিশ্বে দ্বিতীয় মরণব্যাধি ক্যান্সার। বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বে ক্যান্সার আশঙ্কাজনকহারে বাড়ছে। দেশের বিপুল জনগোষ্ঠী মরণব্যাধি এই রোগে আক্রান্ত। যাদের অধিকাংশই চিকিৎসার বাইরে। তিনি বলেন, বাংলাদেশের ক্যান্সার চিকিৎসার আধুনিকায়ন ও মানসম্পন্ন দক্ষ বিশেষজ্ঞ তৈরি, পরিকল্পনা প্রণয়ন ও প্রতিরোধে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে। দেশে প্রায় ১২ লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত। এর শতকরা ৪০ থেকে ৫০ ভাগ রোগ প্রতিরোধ করা সম্ভব। প্রতি বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয় ২ লাখ রোগী। বর্তমানে ক্যান্সার রোগীর মৃত্যু হার শতকরা ৮ ভাগ।
×