ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংখ্যালঘু ও আদিবাসী মহাসমাবেশের ডাক দিল হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ

প্রকাশিত: ০৫:৪৫, ১৬ নভেম্বর ২০১৫

সংখ্যালঘু ও আদিবাসী  মহাসমাবেশের ডাক দিল হিন্দু বৌদ্ধ  খ্রীস্টান ঐক্য পরিষদ

স্টাফ রিপোর্টার ॥ সংখ্যালঘু সম্প্রদায়ের দেশত্যাগের ধারা এখনও পাকিস্তান আমলের মতো এমন অভিযোগ করে সংখ্যালঘুদের দেশত্যাগের প্রকৃত কারণ খুঁজে বের করতে জাতীয় সংসদে একটি কমিটি গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষা, সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ‘ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসী মহাসমাবেশর ডাক দিয়েছে সংগঠনটি। ৪ ডিসেম্বর সোহ্রাওয়ার্দী উদ্যানে বেলা একটায় অনুষ্ঠিত সমাবেশে জাতীয় ঐকমত্যের দাবিনামা উত্থাপিত হবে। রবিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে কমিশন গঠনের দাবি ও অনুষ্ঠিতব্য মহাসমাবেশ আয়োজনের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, পাকিস্তান আমলের মতো এখনও সংখ্যালঘু সম্প্রদায় নিশ্চিহ্ন করার প্রক্রিয়াটি চলছে। দুটি শক্তি এ প্রক্রিয়াটি অব্যাহত রেখেছে। একটি পক্ষের লক্ষ্য রাজনৈতিক। আর অন্য পক্ষটি ব্যক্তিগত স্বার্থ ও সম্পদ বৃদ্ধির লক্ষ্যে নির্যাতন চালিয়ে যাচ্ছে। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের দেশত্যাগের ধারা পাকিস্তান আমলের মতোই। সংখ্যালঘুদের ওপর আক্রমণের আজ পর্যন্ত একটি বিচারও হয়নি। এমতাবস্থায় নির্যাতন বন্ধ করতে সংসদে একটি কমিটি গঠন করে সংখ্যালঘু কমার প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।
×