ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩৪, ১৫ নভেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

১. যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ব্যাংক ব্যবসায়ের- র. আকার রর. উদ্দেশ্য ররর. গঠন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২. গ্রাহকের পক্ষে ব্যাংকের কাজ কোনটি? ক) বাড়িভাড়া আদায় খ) কর প্রদান গ) জামানত সংগ্রহ ঘ) পণ্য বিক্রয় ৩. অংশীদারি প্রতিষ্ঠানে ঝুঁকি বণ্টিত হয় কাদের মধ্যে? ক) পরিচালকদের খ) ব্যবস্থাপকদের গ) অংশীদারদের ঘ) শেয়ারহোল্ডারদের ৪. তিতাস গ্রুপ আশা করেছিল ২০১২ সালে ২০% নিট মুনাফা করবে। কিন্তু বছর শেষে দেখা গেল প্রতিষ্ঠানটির প্রকৃত লাভ হলো ১৫%। এখানে ৫% বিচ্যুতিকে কী বলা য়ায়? ক) অনিশ্চয়তার উৎস খ) ঝুঁকির উৎস গ) নিট ক্ষতি ঘ) নিট ব্যবধান ৫. ব্যাংকের উদ্দেশ্য পালনে কাক্সিক্ষত হারে মুনাফা অর্জন করবে কে? ক) মালিক খ) শেয়ারহোল্ডার গ) অংশীদার ঘ) গ্রাহণ ৬. জনাব সালাম তার চামড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্যে অর্থের প্রয়োজন হলে বিক্রয়যোগ্য চামড়া বন্ধক রেখে রুপা ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। শ্রেণিবিভাগ অনুসারে বন্ধকী সম্পত্তিটি কোন ধরনের? ক) স্থাবর সম্পত্তি খ) অস্থাবর সম্পত্তি গ) অদৃশ্যমান সম্পত্তি ঘ) স্পর্শনীয় সম্পত্তি ৭. ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্যের জায়গা হলো- র. নিয়ন্ত্রণযোগ্যতা রর. পরিমাপযোগ্য ররর. মুনাফার প্রভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র, রর ও ররর গ) র ঘ) ররর ৮. ভবিষ্যৎ মূল্যকে সংক্ষেপে কীভাবে প্রকাশ করা হয়? ক) ঋঠ খ) ঋজ গ) ঋও ঘ) ঋঝ ৯. পরিমিত ব্যবধান নির্ণয়ের ধাপ হলো- র. প্রত্যাশিত আয় বা গড় আয় নির্ণয় রর. প্রতিটি প্রত্যাশিত ফলাফল হতে বা গড় আয় হতে প্রত্যাশিত মূল্য বিয়োগ করতে হবে ররর. প্রাপ্ত বিয়োগফলের বর্গ নির্ণয় করতে হবে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০. ব্যাংক হিসাবকে প্রকারভেদ করা হয় মানুষের- র. জীবিকা অনুসারে রর. প্রয়োজন অনুসারে ররর. চাহিদা অনুসারে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১১. কোনো সম্পত্তি লিজ প্রদান করা হলে তার মালিক কে থাকে? ক) লিজিং কোম্পানি খ) লিজগ্রহীতা গ) লিজের ম্যধস্থতাকারী ঘ) লিজ অনুমোদনকারী ১২. ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াক কী বলে? ক) বাট্টাকরণ খ) চক্রবৃদ্ধিকরণ গ) সরলকরণ ঘ) সুদ নির্ণয় ১৩. যে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ অন্য কোনো প্রকল্পের ওপর নির্ভরশীল নয় তাকে কী বলে? ক) স্বাধীন প্রকল্প খ) অধীন প্রকল্প গ) সনাতন প্রকল্প ঘ) অ্যানুয়িটি ১৪. মি. সাফি একজন ব্যবসায়ী। কারখানায় কিছু মেশিন অকেজো হয়ে পড়ায় তাকে নতুন মেশিন ক্রয় করতে হয়। এজন্য তিনি একটি বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন। মি. সাফিকে বাণিজ্যিক ব্যাংক হতে তহবিল সংগ্রহ করতে হলে কী প্রদান করতে হবে? ক) বন্ড খ) ডিভিডেন্ড গ) শেয়ার ঘ) সুদ ১৫. দীর্ঘমেয়াদি বিনিয়োগের সকল ক্ষেত্রে কোন কৌশল প্রয়োগ করা হয়? ক) শেয়ার ও বন্ডের মূল্যায়ন খ) লভ্যাংশ নীতি গ) মূলধন বাজেটিং ঘ) মূলধন ব্যয় নির্ণেয় ১৬. কোনটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে? ক) অর্থায়নের নীতিমালা খ) উৎপাদান প্রক্রিয়া গ) অর্থায়নের প্রক্রিয়া ঘ) অভ্যন্তরীণ মুনাফা ১৭. ব্যাংক থেকে ভোগ্যপন্য কেনার জনযে ঋণ নেওয়া হয় তাকে বলে- ক) উদ্যোক্তা ঋণ খ) কৃষি ঋণ গ) ভোক্তা ঋণ ঘ) ক্ষুদ্র ঋণ ১৮. ব্যাংক ও তার গ্রাহকের মধ্যকার সম্পর্ক মূলত- র. ডেটর-ক্রেডিটর সম্পর্ক রর. চুক্তিবদ্ধ সম্পর্ক ররর. সামাজিকতার সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৯. প্রতিটি পণ্যের ভবিষ্যৎ বিক্রয়মূল্য এবং কতগুলো পণ্য বিক্রি হবে তা পূর্বানুমান করে কী পাওয়া যায়? ক) আন্তঃবহি প্রবাহ খ) আন্তঃনগত প্রবাহ গ) ক্রয়মূল্য ঘ) উৎপাদন খরচ ২০. ভোক্তা ঋণের বৈশিষ্ট্যগুলো হলো- র. বড় অঙ্কের অর্থ বর্তমানে প্রহণ রর. ভবিষ্যতে সমান অঙ্কের কিস্তি প্রদান ররর. শুধুমাত্র বার্ষিক হার ঋণ পরিশোধ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২১. যৌথমূলধনি কোম্পানির তহবিল সংগ্রহের উৎস কী? ক) শেয়ার বিক্রয় খ) বন্ড বিক্রয় গ) ডিবেঞ্চার বিক্রয় ঘ) সম্পত্তি বিক্রয় ২২. বিক্রয় অনুমানের মতো কোন ধরনের খরচ অনুমান সাবধানতা অবলম্বন করতে হয়? ক) চলতি ও স্থায়ী খরচ খ) ক্রেতার সংখ্যা গ) বিক্রেতার সংখ্যা ঘ) সবকটি ২৩. যে ব্যাংক সরকারের বিশেষ আইনবলে ও সংবিধানের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয় এবং যা স্বনিয়ন্ত্রণ ব্যবস্থায় স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয় তাকে কী বলে? ক) কৃষি ব্যাংক খ) সরকারি ব্যাংক গ) স্বায়ত্তশাসিত ব্যাংক ঘ) বেসরকারি ব্যাংক ২৪. মি. রায়হান নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন পরিচালনার জন্যে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারেন? ক) স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ খ) বিমা প্রতিষ্ঠান গ) লিজিং ঘ) নিজস্ব তহবিল ২৫. ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলো- র. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করা অনিশ্চয়তা কমানো সম্ভব রর. ঝুঁকি পরিমাপযোগ্য বলে ব্যবসায় প্রতিষ্ঠান একে কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে ররর. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৬. সরকারকে অর্থ ব্যয় করতে হয়- র রাস্তাঘাট নির্মাণে রর সরকারি প্রতিষ্ঠানে ররর বেসরকারি প্রতিষ্ঠানে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. বাজারে সুদের হার বাড়লে বন্ডের দাম কীরূপ হয়? ক) বাড়ে খ) কমে গ) সমান থাকে ঘ) কোনোটি নয় ২৮. রাসেল ৩ বছর পর মি. জামালকে ঋণ পরিশোধ করার জণ্যে ৫০,০০০ টাকা প্রদান করবেন। বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদ বিবেচনা করে বর্তমানে যদি রাসেল ঋণ পরিশোধ করতে চায় তাহলে কত টাকা পরিশোধ করবে? ক) ৪০,০০৬ টাকা খ) ৪০,০৯৫ টাকা গ) ৪৩,১৯২ টাকা ঘ) ৫৬,৭৮০ টাকা ২৯. একটি প্রকল্পে অর্থ বিনিয়োগের জন্য অন্য কোনো প্রকল্পের অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে কী বলে? ক) সুযোগ ব্যয় খ) প্রকল্প মূল্যায়ন গ) উৎপাদন ব্যয় ঘ) বিনিয়োগ ব্যয় ৩০. দৈনন্দিন খরচ নয়- র যন্ত্রপাতি ক্রয় রর বেতন প্রদান ররর ভাড়া প্রদান নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৩১. কোনটি অর্থায়নের সাফল্যের চাবিকাঠি? ক) মুনাফা অর্জন খ) প্রযুক্তিগত উন্নয়নে গ) মুলধন বাজেটিং ঘ) তথ্যসংক্রান্ত জ্ঞান ৩২. সরকারের কোষাগার হিসেবে কাজ করে কোন ব্যাংক? ক) বাণিজ্যিক ব্যাংক খ) কেন্দ্রীয় ব্যাংক গ) বিশেষায়িত ব্যাংক ঘ) অ-তালিকাভুক্ত ব্যাংক ৩৩. নিচের কোন প্রতিষ্ঠানটির অর্থায়নের ক্ষেত্রে কিছু ভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে? ক) কুটির শিল্প খ) ছোট প্রতিষ্ঠান গ) মাঝারি প্রতিষ্ঠান ঘ) কোম্পানি ৩৪. প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচ একত্র করলে কোনটি পাওয়া যায়? ক) মোট আয় খ) মোট মুনাফা গ) মোট আয়কর ঘ) মোট ব্যয় ৩৫. ব্যাংক মক্কেলের পক্ষে কী হিসেবে কাজ করে? ক) বিনিয়োগকারী খ) অছি গ) সাহায্যকারী ঘ) ব্যবস্থাপক ৩৬. কোন দশকে অর্থায়নের ক্ষেত্রে কম্পিউটারের যাত্রা শুরু হয়? ক) ১৯৪০ খ) ১৯৫০ গ) ১৯৬০ ঘ) ১৯৭০ ৩৭. জনাব আকাশ যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানে সর্বনিম্ন পরিচালক ২ জন এবং সর্বোচ্চ ১৩ জন। জনাব আকাশ কোন কোম্পানিতে কর্মরত আছেন? ক) সমবায় সমিতিতে খ) অংশীদারি কোম্পানিতে গ) পাবলিক লি: কোম্পানিতে ঘ) প্রাইভেট লি: কোম্পানি ৩৮. নগদ অর্থ ও মুনাফার মাঝে সম্পর্ক কী রূপ? ক) সম্মখী খ) বিপরীতমুখী গ) শূন্য ঘ) অসীম ৩৯. একটা চেকে টাকার পরিমাণ কত বার লেখা হয়? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ৪০. কোন ব্যাংক দেশে বিদ্যমান ব্যাংকিং আইনের আওতায় এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিসাপেক্ষে গঠিত হয়? ক) সমবায় ব্যাংক খ) কৃষি ব্যাংক গ) বিশেষায়িত ব্যাংক ঘ) বাণিজ্যিক ব্যাংক ৪১. হস্তান্তরযোগ্য ও হস্তান্তর অযোগ্য ঝুঁকির সমষ্টিকে কী বলে? ক) বাজার ঝুঁকি খ) খাঁটি ঝুঁকি গ) কর ঝুঁকি ঘ) মোট ঝুঁকি ৪২. অর্থায়ন প্রক্রিয়া কোন প্রতিষ্ঠানের জন্য অধিক গুরুত্বপূর্ণ? ক) ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য খ) অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য গ) সেবামূলক প্রতিষ্ঠানের জন্য ঘ) সকল প্রতিষ্ঠানের জন্য ৪৩. বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো- র. উত্থাপিত চেকের মর্যাদা প্রদান রর. বিনিময় বিলবাট্টাকরণ ররর. বিভিন্ন প্রকার বিনিময় মাধ্যম সৃষ্টি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৪. ব্যবসায় সম্প্রসারণের সাথে সম্পৃক্ত- র. নতুন মেশিন স্থাপন রর. উৎপাদন পদ্ধতি উন্নয়ন ররর. কাঁচামাল খরচ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. যদি প্রকল্প ‘খ’ এর পে-ব্যাক সময় ৪ বছর হয় তাহলে উভয় প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণযোগ্য? ক) প্রকল্প ‘ক’ খ) প্রকল্প ‘খ’ গ) উভয়ই ঘ) কোনোটিই নয় ৪৬. মূলধন বাজেটিংয়ের পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্যে গুরুত্বপূর্ণ? ক) প্রকল্প নির্বাচন খ) প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ গ) বিনিয়োগের লাভজনকতা নির্ণয় ঘ) প্রকল্পের মুনাফার হার নির্ণয় ৪৭. একটি কোম্পানি মূলত কীরূপে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে? ক) শেয়ার বিক্রির মাধ্যমে খ) ন্যূনতম চাঁদা সংগ্রহের মাধ্যমে গ) বাকিতে পণ্য বিক্রির মাধ্যমে ঘ) ব্যক্তিগত সম্পত্তি বিক্রির মাধ্যমে ৪৮. একটি নির্দিষ্ট বিনিয়োগ হতে প্রতি বছর যে হারে আয় আসে তাকে কী বলে? ক) রিটার্ন খ) ঝুঁকি গ) মন্দা ঘ) সুদ উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও : * মুদৃার ব্যাপক ব্যবহার ও প্রচলনের মধ্য দিয়েই ব্যাংকের (ব্যাংক) আবির্ভাব ঘটে। ব্যাংক এ মুদৃাকে তার নিজের এবং মক্কেলদের প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে। বর্তমানে ব্যাংক এবং মুদৃা একে অপরের সহযোগী হিসেবে কাজ করছে। ৪৯. যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হচ্ছে ব্যাংক ব্যবসায়ের- র. আকার রর. উদ্দেশ্য ররর. গঠন নিচের কোনটি সঠিক? ক) ভাই খ) বোন গ) বাবা ঘ) জননী ৫০. গ্রাহকের পক্ষে ব্যাংকের কাজ কোনটি? ????????????????????????????? ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ক) ৩. (গ) ৪. (খ) ৫. (খ) ৬. (খ) ৭. (ক) ৮. (ক) ৯. (ঘ) ১০. (ঘ) ১১. (ক) ১২. (ক) ১৩. (ক) ১৪. (ঘ) ১৫. (গ) ১৬. (ক) ১৭. (গ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ক) ২১. (ক) ২২. (ক) ২৩. (গ) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (ক) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (ক) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (ঘ) ৩৪. (ঘ) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (খ) ৪০. (ঘ) ৪১. (ঘ) ৪২. (ঘ) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (ক) ৪৬. (ক) ৪৭. (ক) ৪৮. (ক) ৪৯. (ঘ) ৫০. (ক)
×