ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়াইসিডি-এর উদ্বোধন

প্রকাশিত: ০৬:৩২, ১৫ নভেম্বর ২০১৫

ওয়াইসিডি-এর উদ্বোধন

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করল ণড়ঁঃয ্ ঈঁষঃঁৎধষ উবাবষড়ঢ়সবহঃ (ণঈউ), ইধহমষধফবংয নামের সংগঠন। গত বছরের শেষের দিকে কয়েকজন উদ্যমী তরুণের চিন্তা, আগ্রহ, পরিশ্রম ও কর্মদক্ষতা এবং যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ঋঁঃঁৎব খবধফবৎংযরঢ় খরসরঃবফ (ঋখখ) এর অনুপ্রেরণায় গঠিত এই প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করা হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। ‘ঙৎমধহরুরহম, খবধফবৎংযরঢ় ্ ঞবধস ইঁরষফরহম’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের সি.এস.ই অনুষদের ডিন প্রফেসর মোঃ আলী আজগর ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কামরুল হাসান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আইসিটি ব্যবস্থাপক মোঃ রায়হানুল ইকবাল ইভান। উদ্বোধনের পর শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে ঙৎমধহরুরহম, খবধফবৎংযরঢ় ্ ঞবধস ইঁরষফরহম এর উপরে সেমিনার পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কামরুল হাসান। ক্যাম্পাস প্রতিবেদক
×