ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চার লাখ টাকার চুক্তি ‘ব্যবসায়ীকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে আসি’

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ নভেম্বর ২০১৫

চার লাখ টাকার চুক্তি  ‘ব্যবসায়ীকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে আসি’

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১৪ নবেম্বর ॥ গফরগাঁওয়ে গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে সৌর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে বসতঘরের দরজা ভেঙ্গে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের মৎস্য ব্যবসায়ী হাফিজ উদ্দিন ম-লকে (২৮) দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে মৃত ভেবে চলে যায়। এ ঘটনায় আহত হাফিজ ৪ অক্টোবর গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি উপজেলার বরবরা নামপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রাজু মিয়াকে শুক্রবার রাতে স্থানীয় নতুন বাজার থেকে গ্রেফতার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রাজু জানায়, ৪ লাখ টাকার বিনিময়ে হাফিজকে খুনের চুক্তি করা হয়। চুক্তি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর রাতে প্রথমে বাড়ির সৌর বিদ্যুতের লাইন বিছিন্ন করে বসতঘরের দরজা ভেঙ্গে তিন জন মিলে হাফিজকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে আসি। কিন্তু লোকটি অলৌলিকভাবে বেঁচে গেছে। এর আগে গত ১০ অক্টোবর মামলার প্রধান আসামি আলী হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
×