ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবসের আগেই পদ্মা সেতুর মূল কাজ উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৮, ১৫ নভেম্বর ২০১৫

বিজয় দিবসের আগেই পদ্মা সেতুর মূল কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাসে বিজয় দিবসের আগেই পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যন্ত সেতুর ২৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন টেস্ট পাইলিংয়ের কাজ চলছে। মূল সেতুর পাইলিংয়ের কাজ শুরু হবে ডিসেম্বরে। সব মালামাল, যন্ত্রপাতি ও সরঞ্জাম রেডি। সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি শনিবার দুপুরে মাওয়ায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন এরিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। পরিদর্শনকালে মন্ত্রী কাজের অগ্রগতির খোঁজখবর করেন। সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে মানসম্পন্ন শিক্ষক প্রয়োজন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সহস্রাব্দ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বর্তমান সরকার যুবক-যুবতী, বয়স্কদের জন্য শিক্ষা এবং জীবিকাভিত্তিক দক্ষতা উন্নয়নের উদ্যোগ নিলেও সবার জন্য শিক্ষা বাস্তবায়নে আমরা এখনও পিছিয়ে রয়েছি। মানসম্পন্ন শিক্ষক, শিক্ষা উপকরণ এবং পর্যাপ্ত অর্থায়ন না থাকায় সরকারের কাক্সিক্ষত লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে না। শনিবার চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মানসম্মত শিক্ষক : বর্তমান চিত্র ও আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। গণসাক্ষরতা অভিযান ও এনজিও সংস্থা যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। আইএসডি’র পরিচালক এসএম নাজের হোসাইনের সভাপতিত্বে এবং সংশপ্তকের প্রোগ্রাম কো-অর্ডিনেটর নার্গিস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল, সংশপ্তকের চেয়ারম্যান আফরোজা নাহার মিল্কীসহ চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর সরকারী ও বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
×