ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিশ্রুতিশীল অভিনেতা তোফায়েল আজম

প্রকাশিত: ০৫:৫৫, ১৫ নভেম্বর ২০১৫

প্রতিশ্রুতিশীল অভিনেতা তোফায়েল আজম

সংস্কৃতি ডেস্ক ॥ প্রতিশ্রুতিশীল অভিনেতা মোঃ তোফায়েল আজম চৌধুরী। বেশকিছু খ- ও ধারাবাহিক নাটকে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখেন। সুবচন নাট্য সংসদের সাবেক এই কর্মী বিভিন্ন চ্যানেলের নাটকে মাঝে মাঝেই অভিনয় করেন। গত বছর ২০১৪ সালে ঈদ-উল-ফিতরে আরটিভিতে প্রচারিত হয় আরবী প্রিতম পরিচালিত ‘ডেঞ্জারম্যান’ নাটকের মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়। এরপর গত ঈদ-উল-আযহায় একই পরিচালকের খ- নাটক ‘আমি ভিলেন হতে চাই’, ‘ট্রিপ-টিন’, ‘বোবা মাস্তান’ এবং অতুল রাকিবের ‘আম্পার’ নামে নাটকে অভিনয় করেন। নাটকগুলো আরটিভি, দেশ টিভি এবং এশিয়ান টিভিতে প্রচার হয়। এছাড়া মাছরাঙায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘দোস্ত দুশমন’ এবং হাসান মোর্শেদ পরিচালিত এসএটিভির ‘আদর্শলিপি’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন যা প্রচারের অপেক্ষায়। আগামীতে আরও দুটি ধারাবাহিক নাটকে অভিনয়ের কথা হচ্ছে। নিজের অভিনয় ক্যারিয়ার প্রসঙ্গে তোফায়েল আজম বলেন, অভিনয়টা আমার নেশা পেশা নয়। আমি অভিনয় ভালবাসি, কাজের ফাকে এবং ছুটির দিনগুলোতে সুযোগ পেলেই আমি নাটকে কাজ করি। ব্যক্তিগতভাবে আমি সুবচন নাট্য সংসদ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন। সেখান থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। যত দিন মন চায় অভিনয় করে যাব। এ জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা চান তিনি। অভিনেতা তোফায়েল আজমের জন্য শুভ কামনা।
×