ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘উত্তরঙ’-এর দেশপ্রেমের কবিতা ও গান

প্রকাশিত: ০৫:৫৫, ১৫ নভেম্বর ২০১৫

‘উত্তরঙ’-এর দেশপ্রেমের কবিতা ও গান

স্টাফ রিপোর্টার ॥ উত্তরায় নবগঠিত সাহিত্য-সংস্কৃতি মঞ্চ ‘উত্তরঙ’ শুক্রবার সন্ধ্যায় ‘দেশপ্রেম ও দ্রোহের উচ্চারণ’ শীর্ষক কবিতা পাঠের আসরের আয়োজন করে। মঙ্গল বারতার বাণী সংবলিত রবীন্দ্রনাথের গান ও নজরুলের বিদ্রোহী কবিতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বলা হয় ‘কবি হলো বোধের বিম্ব, কথার জাদুকর, ভাষার শুদ্ধতম সন্তান। কবিকেই তাই জেগে উঠতে হয় বিপন্নতায়, সমূহ সঙ্কটে। মা ও মৃত্তিকার কান্নায়। জীবনের জয়গানে। অনুষ্ঠানে উত্তরাবাসী কবিবৃন্দ ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত কবিরা কবিতা পাঠ করেন। এদের মধ্যে ছিলেন মুহম্মদ নূরুল হুদা, হায়াৎ সাইফ, রুবী রহমান, মঈন চৌধুরী, আবিদ আনোয়ার, ফরিদ কবির, কামরুল হাসান, রাজু আলাউদ্দীন, ইরাজ আহমেদ, লুৎফুল হোসেন, শোয়াইব জিবরান, পিয়াস মজিদ, রহিমা আফরোজ মুন্নী, অনন্ত সুজন, লীনা ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে শামসুর রাহমানের দেশপ্রেমের কবিতা আবৃত্তি করে শোনান কাকলী আহমেদ। সম্প্রতি সন্ত্রাসী আক্রমণে গুরুতর আহত তরুণ কবি তারেক রহিম ও আহমেদুর রশীদ টুটুলের কবিতা থেকেও পাঠ করে শোনানো হয়। নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মাহবুবা কামাল বীনু ও সালাহউদ্দিন ববি। অনুষ্ঠানে দুই বয়োজ্যেষ্ঠ কবি মুহম্মদ নূরুল হুদা ও রুবী রহমানকে বিশেষ সম্মাননা জানানো হয়। সময়োপযোগী এ আয়োজনের জন্য তারা ‘উত্তরঙ’-কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি মারুফ রায়হান। জানা গেছে, বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তিযুদ্ধের সাহিত্য পাঠ ও আলাপন শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
×