ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসছে রোমান্সের দ্বিতীয় এ্যালবাম

প্রকাশিত: ০৫:৫৪, ১৫ নভেম্বর ২০১৫

আসছে রোমান্সের দ্বিতীয় এ্যালবাম

সংস্কৃতি ডেস্ক ॥ সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী টিআর রোমান্সের প্রথম একক এ্যালবাম ‘রোমান্স’ ২০১৫ ঈদ-উল-আযহা উপলক্ষে সঙ্গীতার ব্যানারে প্রকাশিত হয়। এ্যালবামের গানগুলো হলো ‘তুই আমার কে’, ‘গরমিল’, ‘দহন’, ‘কেনো তোকে’, ‘বিধাতা’, ‘প্রেমেতে নাজেহাল’, ‘কিসেরই স্বার্থে’ প্রভৃতি। এ্যালবামের সব গানের সুর, সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন টিআর রোমান্স নিজেই। গানগুলো লিখেছেন সাকিফ সারোয়ার, ওসমান সজীব, মিজানুর রাফি, রবিউল ইসলাম। এ এ্যালবামের ‘তুই আমার কে’ ও ‘র্গমিল’ শিরোনামের ২টি গানের মিউজিক ভিডিওর শ্যূটিং শেষ হয়েছে। সঙ্গীতার সেলিম খানের প্রযোজনায় মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ইমন। এতে মডেল হয়েছেন নিঝুম। শীঘ্রই ভিডিওগুলো অনলাইন এবং বাংলা টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে। প্রসঙ্গত, টিআর রোমান্সের সুর ও সঙ্গীতে গত ২০১৩ ও ২০১৪ সালে ‘নিশিদিন’, ‘দোটানা’ এবং নিজ কণ্ঠে ‘মনে লাগে ভয়’, ‘কোন কোন দিন’, ‘কোথায় হারালে’, ‘প্রিয়ারে ফিরে আয়’ শিরোনামে গানসমূহ জনপ্রিয়তা পায়। সঙ্গীত পরিচালক হিসেবে দীর্ঘ ৭ বছরে তিনি দুই শতাধিক গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এবং ৪টি মিক্সড ও ২টি একক এ্যালবাম বাজারে প্রকাশ হয়েছে। এগুলো হলো- ‘কে’ , ‘আড়াল ভালবাসা’, ‘হৃদয়েতে তালা’, ‘প্রবাসী’, ‘তুমি আছো হৃদয়ে’ এবং নিজের প্রথম একক এ্যালবাম ‘রোমান্স’। এছাড়াও বিভিন্ন জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের একক এ্যালবাম এবং কয়েকটি মিক্সড এ্যালবাম নিয়ে সম্প্রতি ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতোমধ্যে টিআর রোমান্স তার দ্বিতীয় একক এ্যালবামের কাজ শুরু করেছেন। আগামী বছর ভালবাসা দিবসে দ্বিতীয় একক এ্যালবাম মিউজিক ভিডিওসহ প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।
×