ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসের নাটক ‘সবুজ কাহিনী’

প্রকাশিত: ০৫:৫৪, ১৫ নভেম্বর ২০১৫

বিজয় দিবসের নাটক ‘সবুজ কাহিনী’

সংস্কৃতি ডেস্ক ॥ দর্শকের গল্পে নির্মিত হলো আরটিভির বিজয় দিবসের নাটক ‘সবুজ কাহিনী’। ফাহিমা আক্তারের গল্প এবং সুমন আনোয়ারের চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ এবং অভিনেতা আজাদ আবুল কালাম। নাটকটি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানমালায় আরটিভিতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে, বড় মেয়ে নব’র পীড়াপীড়িতে চিত্রপ্রদর্শনীতে এসেছেন নীলা। অনেক দিন পর কোনও চিত্রপ্রদর্শনী এসেছে। একটা সময় ছিল নীলা আশপাশের চিত্রগ্যালারির প্রদর্শনী মিস করত না। সেটা নানা ব্যস্ততায় আর হয়ে ওঠে না। প্রদর্শনীতে এসে ভালই লাগছে নীলার। কি অপূর্ব একেকটা চিত্র। জল রঙের তুলিতে বাংলাদেশ। খুব কাছ থেকে হৃদয়ে ধারণ করে আঁকা একেকটা ছবি। জীবন্ত। তার মেয়ে এ শিল্পীর খুব ভক্ত। খুব আগ্রহ নিয়ে শিল্পীর কাছে পরিচয় হতে গিয়ে চমকে ওঠে নীলা। এ যে আবিদ। তাঁর চিরচেনা ভালবাসার আবিদ। যে বিশ বছর আগে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। এ যে প্রতারক আবিদ। মেয়ের সামনে কোনও কিছু প্রকাশ করে না নীলা। তার মনে বিশ বছর ধরে একটা প্রশ্নই ঘুরপাক খায়। কেন সে বিয়ের আসর থেকে পালিয়েছে। কি দোষ ছিল নীলার। রাতে আবিদকে কল দেয়। নীলা আবিদেরে সঙ্গে দেখা করতে চায়। আবিদ রাজি হয়। দু’জনে দেখা করে। নীলা সরাসরি আবিদের কলার চেপে ধরে বলে তুমি কেন বিশ বছর আগে আমাকে ছেড়ে চলে গেছ। আবিদ কোনও কথা বলে না। চুপ করে শোনে। নীলা আরও উত্তেজিত হয়। আবিদ বলে তোমার স্বামী সংসার সব ভালো তো। নীলা উত্তরে বলে, আমার স্বামী তোমার মতো প্রতারক নয়। যে ভালবেসে বিয়ের আসর থেকে পালিয়ে যায়। তুমি তো একটা ভ-। আবিদ প্রতি উত্তরে বলে, আজও তুমি কোনও উত্তর পাবে না। আমি তোমাকে ঘৃণা করি এটাই আমার প্রাপ্য। নীলা অভিমান করে চলে যায়। আবিদ তখন নিজের চোখ মুছে বলে, তোমার ঘৃণা আমি সহ্য করতে পারি নীলা। কিন্তু সত্য প্রকাশ করলে আমি কারো করুণা ঘৃণা কিছুই সহ্য করতে পারব না।
×