ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হেবরনে বন্দুকধারীর হামলায় বাবা ও ছেলে নিহত

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ নভেম্বর ২০১৫

হেবরনে বন্দুকধারীর হামলায় বাবা ও  ছেলে নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণে ইহুদী বসতি স্থাপিত হেবরন এলাকায় শুক্রবার বিকেলে একটি ইসরাইলী গাড়িতে এক বন্দুকধারী অতর্কিত হামলা চালায়। এ হামলায় ইয়াকোভ লিতম্যান (৪০) নামে এক ইসরাইলী ও তার ১৮ বছর বয়সী ছেলে নাতানেল নিহত হয়েছে। খবর গার্ডিয়ান, দ্য টাইমস অব ইসরাইল ও ডেইলি মেইল অনলাইনের। অতর্কিত এ হামলায় ইসরাইলী পরিবারটির মা ও তাদের অপর ছেলে আহত হয়েছে। তবে তিন মেয়েকে কোন রকম আঘাত করা না হলেও এ ঘটনায় তারা খুব আতঙ্কিত হয়ে পড়েছে। পরিবারের অপর পাঁচ সদস্যদের নিয়ে গাড়ি চালিয়ে দক্ষিণাঞ্চলীয় হেবরন পাহাড়ে বসতি স্থাপন এলাকা অটনাইলের কাছে তারা হামলার শিকার হন। ধারণা করা হচ্ছে ইসরাইলী গাড়িটি চালিয়ে যাওয়ার সময় বন্দুকধারী রাস্তার পাশে লুকিয়ে ছিল। পরে সে গুলি চালাতে থাকে। ইসরাইলের জাতীয় রেডক্রসের এক প্যারামেডিক নোয়াম বার জানান, যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই তখন দেখতে পাই একটি গাড়ির বাইরে ৭ জন লোক পড়ে আছে।
×