ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উড়িষ্যায় ৪০৮ চিকিৎসক চাকরিচ্যুত

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ নভেম্বর ২০১৫

উড়িষ্যায় ৪০৮ চিকিৎসক চাকরিচ্যুত

ভারতের উড়িষ্যা রাজ্য সরকার যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার জন্য শনিবার ৪০৮ চিকিৎসককে চাকরিচ্যুত করেছে। এই প্রথমবারের মতো উড়িষ্যা পাবলিক সার্ভিস কমিশনও তাদের চাকরিচ্যুত করতে মত দেয়। এসব চিকিৎসককে নিয়োগ দিয়েছিল এই কমিশন। খবর টেলিগ্রাফের। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানা যায়, রাজ্য স্বাস্থ্য বিভাগ ৪১২ জন ডাক্তারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের শোকজ করে। তারা দীর্ঘ সময় ধরে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মক্ষেত্রে অনুপস্থিত রয়েছেন। তাদের শোকজ করা হলেও তারা কোন জবাব দেননি। এ জন্য শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনুপস্থিত ডাক্তারদের চাকরিচ্যুত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজ্য সরকার অনুপস্থিত চিকিৎসকদের শোকজ করলেও বেশিরভাগ চিকিৎসক শোকজের জবাব দেননি। কেবল চারজন চিকিৎসক তাদের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে চাকরিচ্যুত না করার অনুরোধ জানান।
×