ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এপেক সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তা

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ নভেম্বর ২০১৫

এপেক সম্মেলন  ঘিরে কড়া  নিরাপত্তা

ফ্রান্সে হামলার পর ম্যানিলায় আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিশ্ব নেতাদের অর্থনৈতিক সম্মেলন ঘিরে শনিবার কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে ফিলিপিন্স। আগামী ১৮-১৯ নবেম্বর ম্যানিলায় অনুষ্ঠিতব্য বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কনফারেন্সে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ চীন, জাপান, অস্ট্রেলিয়া ও কানাডাসহ ১৫টি দেশের নেতা যোগ দেবেন। এদিকে এ হামলার পর সিঙ্গাপুরেও শনিবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। খবর এএফপির। ফ্রান্সের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিপিন্সের প্রেসিডেন্ট বেনিগনো একুইনো শনিবার এক বিবৃতিতে বলেছেন, এই মুহূর্তে বিশ্বাসযোগ্য কোন হুমকির কথা জানা নেই। তবে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দেশটির জাতীয় পুলিশ ‘পূর্ণ সতর্কতা’ ঘোষণার কয়েক ঘণ্টা পর সামরিক বাহিনীও এ ঘোষণা দেয়। সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল রেস্টিটুটো পাডিলা এক বিবৃতিতে বলেছেন, এই হামলার পর ফিলিপিন্স এপেক নিরাপত্তা পরিকল্পনাকারীরা আমাদের নিরাপত্তা প্রস্তুতি বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রেসিডেন্টের মুখপাত্র আবিগ্যাইল ভ্যাল্টে সরকারী রেডিওকে বলেছেন, শক্তিশালী জাতীয় পুলিশের এক লাখ ২০ হাজার সদস্যকে সম্পূর্ণ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট একুইনো। আমাদের দেশে আসা পরিদর্শক ও আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এপেক নেতাদের কাছে এই বার্তা শুধু প্যারিসের হামলার পরিপ্রেক্ষিতে পাঠানো হয়নি। এদিকে সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রীকে শানমুগাম এক বিবৃতিতে বলেন, এসব হামলার মানে বিশ্বের কোন দেশই আর নিরাপদ নয়। এমনকি নিরাপত্তা ব্যবস্থা যতই জোরদার হোক। আমরাও আমাদের সতর্কতার স্তর বাড়িয়ে দিয়েছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সীমান্তে তল্লাশি ও প্রহরা জোরদার করেছি।
×