ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ব্যাংক আলফালাহ’র শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৫:৪৯, ১৫ নভেম্বর ২০১৫

কুড়িগ্রামে ব্যাংক আলফালাহ’র শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ আসন্ন শীতকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার হতদরিদ্র মানুষ শীতে কষ্ট না পায় সে জন্য আগাম শীতবস্ত্র বিতরণ শুরু করেছে বেসরকারী প্রতিষ্ঠান ব্যাংক আলফালাহ। প্রতিষ্ঠানটি জেলার আড়াই হাজার শিক্ষার্থী ও বৃদ্ধ মানুষের মাঝে কম্বল ও টুপি বিতরণ করে। শুক্রবার সকালে সদর উপজেলার বেলাগাছা ইউনিয়নের নাগদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কম্বল এবং টুপি বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেলাগাছা ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক আলফালাহর হেড অব মার্কেটিং ডেভেলপমেন্ট এ্যান্ড সার্ভিস কোয়ালিটি অফিসার সাজিয়া হোসাইন, এমআইএস এ্যান্ড এ্যাডমিনিস্ট্রেশন অফিসার আহসান আখতার শামীম, সিনিয়র ফোন ব্যাংকিং অফিসার এএইচএম মোছাদ্দেক তমাল, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু তামজিদ মোঃ নিয়াজ হোসেন খান প্রমুখ। ব্যাংক আলফালাহর উদ্যোগে সদরের বেলাগাছা ইউনিয়নের নাগদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং ফুলবাড়ি উপজেলার গঙ্গারহাট ইউনিয়নের উত্তর কুটি চন্দ্রখানায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ২ হাজার কম্বল ও টুপি এবং ৫শ’ স্কুল ব্যাগ, ৫শ’ ব্রাশ এবং পেস্ট এবং বিলুপ্ত ছিটমহলে মসজিদ ও মন্দিরে ১০টি টিউবওয়েল বিতরণ করা হয়।
×