ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে হটলাইন চালু

প্রকাশিত: ০৫:৪০, ১৫ নভেম্বর ২০১৫

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে হটলাইন চালু

কূটনৈতিক রিপোর্টার ॥ ফ্রান্সে ভয়াবহ হামলার ঘটনায় প্যারিসে বাংলাদেশ দূতবাসে হটলাইন চালু করা হয়েছে। সেখানে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জরুরী প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। শনিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, প্যারিসে ভয়াবহ হামলার প্রেক্ষিতে সেখানে বাংলাদেশ দূতাবাসে হটলাইন চালু করা হয়েছে। জরুরী প্রয়োজনে সেখানে বাংলাদেশী নাগরিকদের এসব নাম্বারে যোগাযোগ করতে বলেছে দূতাবাস। হটলাইনের নাম্বার হলো টেলিফোন + ৩৩১৪৬৫১৯০৩৩। এছাড়া দুটি মোবাইল নাম্বার দেয়া হয়েছে। টিএম রেজা +৩৩৬৫১৩৬০২২২ ও ওয়াহিদ ও তাহের + ৩৩৬১৪৪৯৭০৯৫। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় প্যারিসের তিনটি স্থানে ভয়াবহ হামলায় ১২৭ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ১৮০ জন। এই ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ওলাঁদ আইএসকে দায়ী করেছেন।
×