ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নানা সঙ্কটে ব্যাহত চাঁদপুর জেনারেল হাসপাতালের কার্যক্রম

প্রকাশিত: ০৬:১৪, ১৪ নভেম্বর ২০১৫

নানা সঙ্কটে ব্যাহত চাঁদপুর জেনারেল হাসপাতালের কার্যক্রম

চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ নানা সঙ্কটে ব্যাহত হচ্ছে চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম। কাক্সিক্ষত সেবা না পাওয়ার পাশাপাশি নানা হয়রানির অভিযোগ রোগীদের। আর নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে, রোগীদের সেবা দেয়ার কথা জানালেন চিকিৎসকরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ১১ বছর আগে সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করে নামকরণ করা হয় চাঁদপুর জেনারেল হাসপাতাল। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে এমন আশায় শুধু চাঁদপুর নয়, পাশের লক্ষ্মীপুর ও শরীয়তপুর জেলার রোগীরাও সেবা নিতে আসেন এই হাসপাতালে। তবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়াসহ নানা হয়রানির কথা জানান তারা। এ অবস্থায়, চিকিৎসকসহ জনবল সঙ্কটের কথা জানিয়েছেন হাসপাতালের কয়েকজন নার্স, মেডিক্যাল অফিসার ফারহানা আক্তার ও আবাসিক সার্জন ডাঃ মাহমুদুন নবী। অবশ্য, সমস্যা সমাধানে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোজাম্মেল হক ভূঁইয়া। চাঁদপুর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, কর্মচারীসহ ২৮৮টি পদের বিপরীতে ৬৭টি পদ শূন্য রয়েছে। -স্টাফ রিপোর্টার
×