ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্যান্সার হাসপাতালের চারটি আলট্রাসাউন্ড মেশিন বিকল

প্রকাশিত: ০৬:১৩, ১৪ নভেম্বর ২০১৫

ক্যান্সার হাসপাতালের চারটি আলট্রাসাউন্ড মেশিন বিকল

স্টাফ রিপোর্টার ॥ দেশের একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালের চারটি আলট্রাসাউন্ড মেশিন গত চারমাস ধরে বিকল। বন্ধ আছে রক্ত পরীক্ষাও। খাবার পানিরও চরম সঙ্কট। তেলাপোকা আর ছারপোকার উপদ্রবে অতিষ্ঠ রোগীরা। সারাদেশ থেকে আসা রোগী কাক ডাকা ভোরে লাইনে দাঁড়িয়েও নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। কারণ গত চারমাস ধরে ছয়টির মধ্যে চারটি আলট্রাসাউন্ড মেশিন বিকল হয়ে রয়েছে। রোগীদের অভিযোগ, বেশিরভাগ পরীক্ষা-নিরীক্ষার জন্যই যেতে হয় আশপাশের ক্লিনিকে কিংবা হাসপাতালে। আড়াইশ শয্যার এই বিশেষায়িত হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে তেলাপোকা আর ছারপোকার স্তূপের ওপর। জাতীয় ক্যান্সার হাসপাতালের পরিচালক বলেন, তেলাপোকা ছারপোকা দূর করা সম্ভব নয়। আর মেশিনগুলো ঠিক হচ্ছে না দীর্ঘসূত্রতার কারণে। এসব সমস্যা স্বাস্থ্যমন্ত্রীকে জানালে মুঠোফোনে কথা বলেন, জাতীয় ক্যান্সার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মুঠোফোনে তাদের বলেন, ‘আমাকে কেন জানাননি, ছয়টির মধ্যে চারটি মেশিন নষ্ট হলে রোগীর চাপ সামলাচ্ছেন কিভাবে, রক্ত পরীক্ষা হয় না কেন, খাবার পানির সঙ্কট দূর করছেন না, আপনি ওখানে কি কাজ করছেন’। গত এক বছরে এই ক্যান্সার হাসপাতালে সেবা নিয়েছে দুই লাখের বেশি মানুষ। আর প্রতিমাসে আসে অন্তত এক হাজার নতুন রোগী।
×