ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চলে গেলেন যাত্রা সংগঠক স্বপন দত্ত

প্রকাশিত: ০৬:০৭, ১৪ নভেম্বর ২০১৫

চলে গেলেন যাত্রা সংগঠক স্বপন দত্ত

স্টাফ রিপোর্টার॥ চলে গেলেন বিশিষ্ট যাত্রাসংগঠক স্বপন দত্ত। শুক্রবার সকাল সাড়ে নয়টায় সিরাজগঞ্জের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। স্বপন দত্তের প্রয়াণে তার পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসিম প্রমুখ। স্বপন দত্ত সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুরের বাসিন্দা এবং স্বাধীনতাপূর্ব সময়কার দেশখ্যাত যাত্রাদল বাসন্তি অপেরার স্বত্বাধিকারী। দলটি তার বাবা কিংবদন্তি যাত্রানট নারায়ণ দত্ত প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যুর পর স্বপন দত্ত দলের হাল ধরেন। আলোচিত এই দলে প্রয়াত যাত্রাসম্রাট অমলেন্দু বিশ্বাস, জ্যোৎসনা বিশ্বাসসহ প্রখ্যাত যাত্রাব্যক্তিত্বরা অভিনয় করেছেন। স্বপন দত্ত বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী অভিনেত্রী শান্তিলতা দত্ত, এক সন্তার ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
×