ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত চার

প্রকাশিত: ০৬:০১, ১৪ নভেম্বর ২০১৫

সড়ক দুর্ঘটনায় নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সিরাজগঞ্জে কার-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া বরিশালে বৃদ্ধ ও ভালুকায় বৃদ্ধা নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিরাজগঞ্জ ॥ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের কাছে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর এই মহাসড়ক দিয়ে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নিলে এ মহাসড়ক দিয়ে ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন, পাবনা সদরের শংকরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে প্রাইভেটকার চালক বেলাল হোসেন (৩২) ও চালকের ভাগিনা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের সাইফুল ইসলাম খন্দকারের ছেলে গোলাম রাব্বী নীল (২৪)। বরিশাল ॥ উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুর রহমান সরদার (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। হাবিবুুর রহমান গুঠিয়া ইউনিয়নের চাংগুড়িয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা মোটরসাইকেল চালক শাহাদাত হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। শাহাদাত পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের রবীন্দ্রনগর গ্রামের বাসিন্দা। ভালুকা ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার ভোর কাঁঠালী কনজিউমার নিটেক্স লিমিটেডের সামনে রাস্তা পারপারের সময় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল ফকিরের স্ত্রী আমেনা খাতুন (৮৫) রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
×