ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্থনীতির স্বার্থে ঢাকার চার নদী বাঁচাতে হবে ॥ অবস্থান কর্মসূচীতে পরিবেশবাদীরা

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ নভেম্বর ২০১৫

অর্থনীতির স্বার্থে ঢাকার চার নদী বাঁচাতে হবে ॥ অবস্থান কর্মসূচীতে পরিবেশবাদীরা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার সৌন্দর্য বৃদ্ধি, জীবন-জীবিকা ও জাতীয় অর্থনীতির স্বার্থেই ঢাকার চার নদীকে বাঁচাতে আহ্বান জানিয়েছে পরিবেশবাদী সংগঠনের নেতারা। তাঁরা বলেন, আমাদের নিজের অস্তিত্বের স্বার্থেই নদীগুলোতে রক্ষা করতে হবে। কারণ নদী বাঁচানোর দাবি আর ঢাকার জনগণের জীবন বাঁচানোর সমার্থক। সকল ভরাট হয়ে যাওয়া নদীগুলোর জরুরি ভিত্তিতে পুনর্খনন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তাঁরা। শুক্রবার দেশের সকল নদ-নদী দখল ও দূষণ মুক্ত কর, ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালু কর দাবিতে আয়োজিত ‘নদীর জন্য’ অবস্থান কর্মসূচীতে তাঁরা এ আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ সংগঠন গ্র্রীন ভয়েস এ কর্মসূচীর আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা দাবি করেন, ঢাকা চার নদী বাঁচাতে হলে বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা-তুরাগ-বালু-ধোলাই-আতির খাল হতে সকল ইটের ভাটা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীগুলোকে দূষণমুক্ত করতে হবে। এ জন্য তারা জলাশয় আইন ২০০০ অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানান। বলেন, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী নদী-খাল-জলাশয় তীরভূমির আইনানুগ সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সুব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। নদী টাস্কফোর্সকে শক্তিশালী ও নদী রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। ঢাকার সকল সরকারী খাস জমি ও নদী-খাল-লেক-জলাশয় প্রভৃতির অবৈধ দখল উচ্ছেদ ও দখলদার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সকল শিল্প কলকারখানায় বর্জ্য পরিশোধন প¬ান্ট বাধ্যতামূলক করতে হবে। পৌর বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে হবে।
×