ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছয় দিনের রিমান্ডে অনুপ চেটিয়া

প্রকাশিত: ০৮:০৬, ১৩ নভেম্বর ২০১৫

ছয় দিনের রিমান্ডে অনুপ চেটিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ থেকে ভারতের হাতে প্রত্যর্পণের পর বৃহস্পতিবার উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে। খবর বিবিসি বাংলার। চেটিয়ার আসল নাম গোলাপ বডুয়া। তার নামে ইন্টারপোলের রেড নোটিস জারি রয়েছে। ভারতের সিবিআই-এর বিশেষ আদালতে বৃহস্পতিবার তাকে হাজির করা হলে আদালত ৬ দিনের ট্র্যান্সিট রিমান্ডের আদেশ দেয়। এখন এই উলফা নেতাকে দিল্লি থেকে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে। গত বুধবার সকালে ঢাকার কাশিমপুর কারাগার থেকে তাকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পার করে ভারতে পাঠানো হয়।
×