ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ালটন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

প্রকাশিত: ০৪:৫০, ১৩ নভেম্বর ২০১৫

ওয়ালটন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ সাবিনা খাতুন, মিরোনা, সুমাইয়া, তৈয়ব হাসান ... নামগুলো নিশ্চয়ই পাঠকদের কাছে পরিচিত। প্রথম তিনজন জাতীয় মহিলা ফুটবলার এবং শেষের জন ফিফা রেফারি। এরা চারজনই সাতক্ষীরা জেলার কৃতী সন্তান, যাদের নিয়ে সাতক্ষীরাবাসী গর্বিত। সেই সাতক্ষীরা মাটিতেই আগামী ১৪ নবেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।’ সাতক্ষীরা জেলা ফুটবল সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ২৪ নবেম্বর পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। বিশেষ অতিথি থাকবেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়সহ সাতক্ষীরা জেলা ফুটবল সংস্থার বিভিন্ন কর্মকর্তা। এই টুর্নামেন্টের পঞ্চম আসরে আটটি দল অংশ নেবে। যার মধ্যে সাতক্ষীরার সাত উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা থেকে দল রয়েছে। সূচী অনুযায়ী ১৪-১৭ নবেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ড। ১৮ নবেম্বর বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে সাতক্ষীরা জেলা নারী ফুটবল দল। এরপর ২১ ও ২২ নবেম্বর সেমিফাইনাল এবং ২৪ নবেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আশাশুনী উপজেলা। এই টুর্নামেন্টে বিদেশী ফুটবলাররাও অংশ নিতে পারবেন। যেকোন দল ইচ্ছে করলেই যত খুশি বিদেশীকে খেলাতে পারবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার এবং রানার্সআপ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩০ হাজার টাকা। সর্বোচ্চ গোলদাতাকে ওয়ালটনের পক্ষ থেকে দেয়া হবে বিশেষ পুরস্কার। এছাড়া ফাইনার খেলায় দর্শকদের জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার। টুর্নামেন্টের দলগুলো হলো- সাতক্ষীরা সদর উপজেলা, শ্যামনগর উপজেলা, কালীগঞ্জ উপজেলা, আশাশুনী উপজেলা, দেবহাটা উপজেলা, কলাগুয়া উপজেলা, তালা উপজেলা এবং সাতক্ষীরা পৌরসভা। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়, সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সদস্য ও সাবেক ফুটবলার রেদওয়ান খান মুন্না, ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) এবং ওয়ালটনের হেড অব ট্রান্সপোর্ট মোস্তাফিজুর রহমান।
×