ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তাজিকদের কাছে নাকাল বাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৯, ১৩ নভেম্বর ২০১৫

তাজিকদের কাছে নাকাল বাংলাদেশ

স্পোটর্স রিপোর্টার ॥ ‘আশা’ নামের বেলুনটা যে এভাবে বাজেভাবে চুপসে যাবে, সেটা হয় তো স্বপ্নেও ভাবেননি বাংলাদেশী ফুটবলপ্রেমীরা। অথচ তাই ঘটল বৃহস্পতিবার দুসাম্বের সেন্ট্রাল রিপাবলিক স্টেডিয়ামে (পামির স্টেডিয়াম)। ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। বিরতির সময় বিজয়ী দল এগিয়ে ছিল ২-০ গোলে। চেনা মাঠ, সমর্থক, আবহাওয়া, র‌্যাঙ্কিং এমনকি পরিসংখ্যানেও এগিয়ে তাজিকরা। সেটাকে আরও সমৃদ্ধ করল তারা। বাংলাদেশ দলের আরেক প্রতিপক্ষ সেখানের হিমশীতল ঠা-া। সঙ্গে বোনাস ছিল বৃষ্টিও! যদিও এই আবহাওয়াতে অভ্যস্ত হতে ছয়দিন আগেই সেখানে গিয়ে হাজির হয়েছিল লোপেজের শিষ্যরা। কিন্তু তাতে যে কোন কাজ হয়নি, সেটা এই স্কোরলাইনেই প্রমাণিত। বাংলাদেশকে নিয়ে ছেলেখেলাই যেন খেলেছে তাজিকরা। তাদের রুখতে হিমশিম খেয়েছে মামুনুলরা। তাদের খেলা ছিল অগোছাল। বলই যেন পাচ্ছিল না পুরো ম্যাচে। ফিটনেস, গতি, স্কিল ... সবকিছুতেই পিছিয়ে ছিল প্রতিপক্ষের চেয়ে। ১৫ মিনিটে ডানপ্রান্ত থেকে সতীর্থের ক্রস বক্সে রিসিভ করে শট নেন তাজিক ফরোয়ার্ড জালিলভ। ডানদিক থেকে এগিয়ে এসেও বল ক্লিয়ার করতে ব্যর্থ হন বাংলাদেশের লেফটব্যাক কোমল। বল আশ্রয় নেয় বাংলাদেশের জালে (১-০)। ২৬ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় স্বাগতিকরা। তাজিকিস্তানের আক্রমণ প্রতিহত করতে গিয়ে কোমল বল পাঠিয়ে দেন জালিলভের পায়ে। ঠা-া মাথায় লক্ষ্যভেদ করেন জালিলভ (২-০)। ৫১ মিনিটে বল নিয়ে বাংলাদেশের বক্সে ঢুকে পড়েন জালিলভ। তাকে হাল্কা পুশ করেন বাংলাদেশের ডিফেন্ডার নাসির। কিন্তু রেফারি পেনাল্টির নির্দেশ দেন। নাজারভের শট জড়ায় জালে (৩-০)। ৫৯ মিনিটে জালিলভ বক্সের ভেতর থেকে হেড নেন। কিন্তু বল পোস্টে লেগে ফেরত আসে। ফিরতি বলে ডানপায়ের শটে গোলরক্ষক শহীদুলকে পরাস্ত করেন জালিলভ (৪-০)। এর ফলে তার হ্যাটট্রিক পূর্ণ হয়। ৭৪ মিনিটে বাংলাদেশের জালে আবারও বল পাঠান জালিলভ (৫-০)। রেফারি শেষ বাঁশি বাজালে পাঁচ গোলের লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। গত জুনে ঘরের মাঠে এগিয়ে গিয়েও তাজিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। বাছাইপর্বে ছয় ম্যাচে বাংলাদেশের এটি পঞ্চম পরাজয়। বাকি দুটি ম্যাচ রয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া ও জর্দানের বিপক্ষে, যাদের সঙ্গে জয় আশা করা প্রায় অসম্ভভই। আর তাই ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব মিশনে বাংলাদেশের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। এর ফলে এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার রাস্তাটা আরও কঠিন হযে গেল বাংলাদেশের জন্য। বাছাই পর্বে অস্ট্রেলিয়াই বড় শক্তিশালী দল ছিল বাংলাদেশের সামনে। পার্থে তাদের সঙ্গেও ৫-০ তে হেরেছিল বাংলাদেশ। সেখানে তাজিকিস্তানের সঙ্গে জয়ের লক্ষ্যে খেলতে নেমে বড় ব্যবধানে পরাজয়ে হতাশই ফুটবলপ্রেমী-সমর্থক-ভক্তরা। স্বভাবতই প্রশ্ন উঠছে, নতুন কোচ লোপেজের দর্শন নিয়ে।
×