ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক বাজারে টাটার গাড়ি বিক্রি বেড়েছে

প্রকাশিত: ০৪:১৭, ১৩ নভেম্বর ২০১৫

আন্তর্জাতিক বাজারে টাটার গাড়ি বিক্রি বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অক্টোবরে আন্তর্জাতিক বাজারে ১৩.৩১ শতাংশ বিক্রি বেড়েছে টাটা মোটরসের। ওই মাসে জাগুয়ার ল্যান্ড রোভারসহ মোট ৯২ হাজার ৯৪৯টি গাড়ি বেচেছে সংস্থা। গত বছর একই সময় ওই সংখ্যা ছিল ৮২ হাজার ২৬। এক বিবৃতিতে টাটা মোটরস জানিয়েছে, এবার অক্টোবরে তাদের যাত্রীবাহী গাড়ির বিক্রি বেড়েছে ২৩.৩১ শতাংশ। সংখ্যার দিক থেকে আগের বছরের একই সময়ের ৪৯ হাজার ৯৭৭ থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৬২৯টিতে। অন্যদিকে সংস্থার ব্রিটিশ বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড জাগুয়ার ল্যান্ড রোভারের বিক্রি বেড়েছে ২৬.৯২ শতাংশ। আগের বছরের ৩৮ হাজার ১৮৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৬৮টিতে। তবে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে কিছুটা ধাক্কা খেয়েছে সংস্থা। এ বার তাদের এই ধরনের গাড়ির বিক্রি কমে গেছে ২.২৭ শতাংশ। চীনে শিল্পোৎপাদন তলানিতে শিল্পোৎপাদন বৃদ্ধি অক্টোবরে গত ছয় মাসের মধ্যে সবচেয়ে নিচে নেমে এলো উদীয়মান অর্থনীতির দেশ চীনে। সরকারী সূত্রের খবর, অক্টোবরে শিল্পোৎপাদন কমে দাঁড়িয়েছে ৫.৬ শতাংশ। নতুন লগ্নি না- আসাই এর কারণ বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এর ফলে চীনের প্রবৃদ্ধি এ বছর কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার উত্তরা ব্যাংক ও ব্র্যাক স্বজনের মধ্যে চুক্তি উত্তরা ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক স্বজন এক্সচেঞ্জের মধ্যে সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ আব্দুল আজিজ এবং ব্র্যাক স্বজন এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী আব্দুস সালাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা ব্র্যাক স্বজন এক্সচেঞ্জের মাধ্যমে ১০ মিনিটে উত্তরা ব্যাংকে তাদের নিজস্ব এ্যাকাউন্টে সরাসরি টাকা জমা করতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×