ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে এবার দুর্বৃত্তের হামলায় কারারক্ষী আহত

প্রকাশিত: ০৮:৩০, ১২ নভেম্বর ২০১৫

ফরিদপুরে এবার দুর্বৃত্তের হামলায় কারারক্ষী আহত

বাংলানিউজ ॥ দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন ফরিদপুর জেলা কারাগারের কারারক্ষী আছাদুজ্জামান। বুধবার দুপুরে জেলার প্রধান ডাকঘর সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। তবে কারারক্ষী আহতের বিষয়টি অস্বীকার করেছেন কারা কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, দুই কারারক্ষী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। সূত্র জানায়, দুপুর পৌনে দুইটার দিকে আদালতে দাফতরিক কাজ শেষ করে জেলা কারাগারে ফিরছিলেন আছাদুজ্জামান ও তার সহকর্মী জাহিদুল ইসলাম। কারাগার থেকে ৪শ’ গজ দূরে ডাকঘরের কাছে পেছন থেকে আছাদুজ্জামানের পিঠে আঘাত করে দুর্বৃত্তরা। এতে তার পিঠের ডান পাশে উপরের দিকে প্রায় ৫/৬ ইঞ্চি লম্বা ক্ষত হয়। আঘাতের ধরন দেখে ধারণা করা যায়, ব্লেড বা ক্ষুর দিয়ে আঘাত করা হয়েছে। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আছাদুজ্জামান (৪০) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আব্দুল মালেক বিশ্বাসের ছেলে। এক বছর ধরে ফরিদপুর জেলা কারাগারে কর্মরত আছেন তিনি। এদিকে বিকেলে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন রাজধানীর নাজিমউদ্দিন রোডে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ফরিদপুরে মোটরসাইকেলে থাকা এক কারারক্ষীকে পেছন দিক থেকে ক্ষুর মেরে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। কারাগারের বাইরে কোন কাজ থাকলে ইউনিফর্ম না পরে সাদা পোশাকে কাজে যেতেও কারারক্ষীদের নির্দেশ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
×