ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আসমা সুমি

সালমান-সোনম নতুন রসায়ন

প্রকাশিত: ০৭:৩৯, ১২ নভেম্বর ২০১৫

সালমান-সোনম নতুন রসায়ন

অবশেষে অপেক্ষার পালা শেষ আজ ১২ নবেম্বের মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সুপারস্টার সালমান অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ চলচ্চিত্রটি। সর্বশেষ ‘বাজরাঙ্গি ভাইজান’-এ বাজিমাত করেছিলেন সালমান। সে সময় অনেকে তো ভবিষ্যদ্বাণীই করে ফেলেছিলেন যে, আবারও সালমান একটি ব্লকব্লাস্টার ছবি উপহার দিতে যাচ্ছেন দর্শকদের। ১ অক্টোবর ছবিটির ট্রেইলার প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ছবিটির ট্রেইলার ও থিম সং ‘প্রেম রাতান ধান পায়ো’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ছবিটির পোস্টার যেন মনে করিয়ে দিচ্ছে সল্লুর আরেক জনপ্রিয় রোমান্টিক সিনেমা ‘হাম দিল দে চুকে সনম’ এর কথা। ট্রেলারটি প্রকাশ করেন প্রযোজনা প্রতিষ্ঠান রাজশ্রী প্রোডাকশন। ‘প্রেম রতন ধন পায়ো’ এর মধ্য দিয়ে সালমান আবার দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক সুরাজ বারজাতিয়ার সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর আবারও জুটি বাঁধলেন সালমান। এর আগে পরিচালক সুরাজ ও সালমান জুটির ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কন’, ‘হাম সাত সাত হায়’, প্রতিটি চলচ্চিত্রই বয়ে এনেছে সুপারহিটের তকমা। পরিচালক সুরাজ বারজাতিয়া জানান, ‘এটি হতে যাচ্ছে সালমানের এ যাবতকালের সেরা ছবি, এটি তার দীর্ঘদিনের পরিকল্পনার ছবি, অনেক দিন অপেক্ষা করছিলেন এমন একটি রাজকীয় ছবি করার জন্য।’ আর এ ছবিটিতে নায়িকা হিসেবে আছেন কাপুর কন্যা সোনম কাপুর। দ্বিতীয় বারের মতো জুটি করলেন সালমান সোনম। এর আগে ‘সাওয়ারিয়া’ নামের একটি ছবিতে বিশেষ চরিত্রে সোনম কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল সালমান খানকে। ছবিটিতে আরও রয়েছেন অনুপম খের, নীল নিতেন মুকেশ, সোয়ারা ভাস্কর, আরমান কোহলিসহ আরও অনেকে। সঙ্গীতায়োজন করেছে হিমেশ রেশামিয়া। সালমানের দ্বৈত চরিত্রের একটি লড়াকু অন্যটি সাধাসিধে। একটিতে সালমান রাজপুত্র অন্যটিতে সাধারণ যুবক। এই ছবির জন্য সালমানকে ফেন্সিং ও বক্সিং শিখতে হয়েছে। আর অন্যদিকে সোনম কাপুরের চরিত্র রাজকন্যার। এখন দেখার পালা পর্দায় সালমান-সোনাম জুটি দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হয়। তবে এ ছবিটির আলোচনার অন্যতম কারণ এর থিম সং ‘ প্রেম রতন ধন পায়ো’ । দীর্ঘ ১৩ মিনিটের গান নিয়ে নতুনভাবে রেকর্ড গড়তে যাচ্ছেন পরিচালক সুরাজ বারজাতিয়া ও ছবির সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়া। ৯টি গানই তুমুল জনপ্রিয়তা পাবে বলে আশা করছেন পরিচালক ও কলাকুশলীরা। প্রেম রতন ধান পায়ো চলচ্চিত্রের ট্রেইলার প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই এটি দেখে ফেলেছেন ৫০ লাখের বেশি দর্শক। রাজশ্রী প্রোডাকশনের অফিসিয়াল পেইজ থেকে ট্রেইলার দেখা হয়েছে ২০ লাখ ৫০ হাজার বার। তবে ছবিটি নিয়ে শুরুতে কিছুটা বিতর্ক ছিল, বিতর্কের অন্যতম কারণ ছবিটির নাম, ‘প্রেম রতন ধন পায়ো’। সেন্সরেও আটকেও যায় ছবিটি। পরিচালক নাকি ছবির নাম রাখতে গিয়ে কি নিয়ম-কানুন ভেঙ্গেছেন। তাও আবার দক্ষিণী ভার্সনে। দক্ষিণীরা হয়তো ‘প্রেম রতন ধান পায়ো’ এই নামের মানেই বুঝবে না তাই । দক্ষিণী ভার্সন ছাড়াই সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে ছবিটিকে। পরিচালক এ ছবিটিতে রাজস্থানের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন। ১০০ কোটি রুপিতে নির্মিত ছবিটি। সালমান আর সোনমের এই নতুন ছবি আগাগোড়া রাজকীয় রহস্যের জালে মোড়া। প্রেম, অর্থ, লালসা, হিংসা, পারিবারিক মেলোড্রামা সব কিছু মিলিয়ে পরিচালক তৈরি করেছেন তার সাধের এ ছবিটি। তবে, অপেক্ষায় এখন দর্শকরা সব মিলিয়ে বড় পর্দায় সালমান- সোনমের রোমান্স কি রকম জমে ওঠে। তাই এখন বলিউড আলোচক আর সমালোচকরা মুখিয়ে আছেন সিনেমাটির সফলতা দেখার জন্য অথবা কোমর বেঁধে সমালোচনা করার জন্য। দীপাবলীকে সামনে রেখেই ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছে । কারণ এই সময়ই নাকি হিন্দি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করে। এখন শুধু অপেক্ষার পালা সল্লু ম্যাজিক দেখার।
×