ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক চার্জে ১৩৪ কিমি

প্রকাশিত: ০৭:৩৬, ১২ নভেম্বর ২০১৫

এক চার্জে ১৩৪ কিমি

এক চার্জে ১৩৪ কিমি হেঁটে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছে চীনের এক রোবট। ৫৪ ঘণ্টা একটানা হেঁটে এই দূরত্ব অতিক্রম করে যুক্তরাষ্ট্রে তৈরি একটি রোবটের রেকর্ড ভেঙ্গে দিয়েছে এটি। চীনের চোংকুইং ইউনিভার্সিটি অব পোস্টস এ্যান্ড টেলিকমিউনিকেশনসের কলেজ অব অটোমেশনের একটি দল ওই রোবটটি তৈরি করেছে।- ওয়েবসাইট প্লুটোয় বরফের আগ্নেয়গিরি প্লুটোতে রয়েছে বরফের আগ্নেয়গিরি। এর জ্বালামুখ দিয়ে বেরিয়ে আসে বরফের স্রোত, বিষাক্ত নাইট্রোজেন, এ্যামোনিয়া বা মিথেন গ্যাসের স্রোত। এ বছরের জুলাইয়ে প্লুটোর পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় মহাকাশযান ‘নিউ হরাইজন’এর পাঠানো ছবি খতিয়ে দেখে এ তথ্য জানিয়েছে নাসার গবেষক দল। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় এ ধরনের আগ্নেয়গিরিকে বলা হয়, ‘ক্রায়ো-ভলক্যানিজম’। প্লুটোর ওই আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসা বরফের স্রোতের চেহারা, চরিত্র কেমন সেটা এখন খতিয়ে দেখবে নাসা। - আনন্দবাজার পত্রিকা
×