ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ০৪:৩৩, ১২ নভেম্বর ২০১৫

হুইল চেয়ার বিতরণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বেসরকারী উন্নয়ন সংস্থা প্রত্যাশার কার্যালয় প্রাঙ্গণে বুধবার দুপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় দিনাজপুর প্রত্যাশার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল হুইলচেয়ার, ক্রেস্ট, শিক্ষা ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা। প্রত্যাশার নির্বাহী পরিচালক শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মূর্মু, আবু বক্কর সিদ্দিক, রাজীব কুমার বাগচী ও গোলাম রব্বানী। বিনামূল্যে বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ নবেম্বর ॥ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বুধবার উপজেলার সিংহেরবাংলা ইউনিয়নে ১৭৫ কৃষকের মাঝে বিনামূল্যে ১ হাজার কেজি ব্রি-ধান বীজ বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসিত ঘোষ। কলাপাড়ায় কিশোর নির্যাতন ঘটনায় গ্রেফতার পাঁচ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ নবেম্বর ॥ চুরির অপবাদে কিশোর রাসেলকে ভ্যানগাড়ির সঙ্গে বেঁধে নির্দয় নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মূলহোতা আয়নাল হাওলাদার, মামুন, কালু, ফারুক ও সিরাজুলকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার সকালে এদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় মঙ্গলবার রাতে একটি মামলা হয়েছে। রাসেলের বাবা নুর ইসলাম মামলাটি করেছেন। মামলায় মূলহোতা আয়নালসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। আহত রাসেলকে রাতেই কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×