ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এলজি মোবাইলের ছবি প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:৩০, ১২ নভেম্বর ২০১৫

এলজি মোবাইলের ছবি প্রতিযোগিতা

ছবি তুলতে পছন্দ করি আমরা সবাই। আর আমাদের প্রিয় মুহূর্তগুলো ধরে রাখি ছবির ফ্রেমে। প্রিয় ছবিগুলো দেখলেই মনে পড়ে যায় সেই প্রিয় মুহূর্তের কথা। সহজভাবে বলতে গেলে প্রতিটি ছবির পেছনেই থাকে তার নিজের গল্প। এই চিন্তা থেকেই এলজি মোবাইল বাংলাদেশের ফেসবুক পেইজ থেকে আয়োজন করা হয়েছিল #সুঝঘঅচরংমড়ড়ফ কন্টেস্টের। যেখানে ফ্যানরা শুধু ছবিই জমা দেয়নি সঙ্গে পাঠিয়েছে তাদের ছবির পেছনের গল্প। অসংখ্য ছবি ও গল্প জমা পড়েছিল ফ্যানদের কাছ থেকে। অসংখ্য ছবি থেকে মাত্র ৫০টি ছবি বাছাই করে তা আপলোড করা হয় #সুঝঘঅচরংমড়ড়ফ এ্যালবামে। সেখান থেকে ফ্যানদের ভোটিংয়ের মাধ্যমে বেছে নেয়া হয় পাঁচজন বিজয়ীকে। বিজয়ীরা হলেন প্রথম : মানসুরা আখতার মেঘ, দ্বিতীয় : মাহমুদুল মিল্লাত, তৃতীয় : মোঃ ফজলে রাব্বি ফটিক, চতুর্থ : মালুক মার্টিন সাংমা ও পঞ্চম : নূর আলাম বাপ্পি। বিজয়ীদের পুরস্কৃত করার জন্য এলজি মোবাইল যমুনা ফিউচার পার্কে এলজি বাটারফ্লাই লিঃ-এর শোরুমে আয়োজন করেছে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। -বিজ্ঞপ্তি কৃষি প্রক্রিয়াজাত শিল্পে উদ্যোক্তা তৈরি শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারে দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ এ্যাগ্রো-প্রসেসরস এ্যাসোসিয়েশন (বাপা)। এর অংশ হিসেবে ইইউ প্রকল্পের আওতায় উদ্যোক্তা তৈরিতে সংস্থাটির সদস্যদের মধ্যে চার দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার রাজধানীতে সংস্থাটির নিজস্ব অফিস অডিটরিয়ামে চার দিনের এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এডুমেকার ল্যাপটপ মেলা আজ শুরু রাজধানীতে শুরু হচ্ছে এক্সপো মেকারের ১৬তম ‘এডুমেকার ল্যাপটপ মেলা।’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা শুরু হবে বৃহস্পতিবার। মেলায় ৭টি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯টি স্টলে দেশ-বিদেশের শীর্ষ স্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। এছাড়া কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে বলেও জানানো হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। -অর্থনৈতিক রিপোর্টার তেলের দরপতনে চরম সঙ্কটে পড়তে পারে বিশ্ব জ্বালানি তেলের দরপতনের কারণে জ্বালানি খাতে বিনিয়োগ কমতে থাকায় চরম সরবরাহ সঙ্কটে পড়তে পারে বিশ্ব। সম্প্রতি এশিয়ায় জ্বালানি মন্ত্রীদের বৈঠকে এমন আশঙ্কা প্রকাশ করে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর জ্বালানি খাত থেকে অন্তত ২০ হাজার কোটি ডলার বিনিয়োগ সরিয়ে নিয়েছে বিভিন্ন জ্বালানি কোম্পানি। এছাড়া, জ্বালানি উত্তোলক প্রতিষ্ঠান, উত্তোলক ও রফতানিকারক দেশগুলো চলতি বছর ৩ শতাংশ এবং আগামী বছর আরও ৮ শতাংশ বিনিয়োগ কমিয়ে দেবে বলেও জানানো হয় বৈঠকে। গেল বছর থেকে জ্বালানি তেলের দরপতনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাল্ফভুক্ত দেশগুলো। -অর্থনৈতিক রিপোর্টার
×