ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন

প্রকাশিত: ০৪:২৭, ১২ নভেম্বর ২০১৫

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন

ইউএফএস পপুলার লাইফ ইউনিট ফান্ড নামে একটি বে-মেয়াদি ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৮০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডের উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অংশ ২০ কোটি টাকা এবং বাকি ৬০ কোটি টাকা ইউনিট বিক্রয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। জানা যায়, ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস লিমিটেড। উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছে বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি:। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। -অর্থনৈতিক রিপোর্টার তিতাস গ্যাসের দরপতন তদন্তে কমিটি গঠন পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত তিতাস গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অস্বাভাবিক দরপতনের কারণ অনুসন্ধানের জন্য দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৫৯তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসইসি সূত্র জানিয়েছে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুইজন সদস্য নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হবে। গঠিত কমিটি পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×