ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

প্রকাশিত: ০৬:৪০, ১১ নভেম্বর ২০১৫

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ৩৫. সামরিকতন্ত্রে আইন তৈরি হয় কিসের মাধ্যমে? ক) আইনসভার আদেশে খ) সামরিক আদেশে গ) জনগণের ইচ্ছায় ঘ) রাষ্ট্রপ্রধানের ইচ্ছায় ৩৬. আমলারা তাদের কাজের জন্যে কাদের নিকট দায়ী থাকেন? ক) বিচার বিভাগ খ) রাষ্ট্রপতির নিকট গ) রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট ঘ) জনগণের নিকট ৩৭. নিচের কোনটি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নয়? ক) দায়িত্বশীলতা খ) নিরপেক্ষতা গ) অপরিবর্তনশীলতা ঘ) শৃঙ্খলাবোধ ৩৮. ভাষা আন্দোলন হয় কত সালে? ক) ১৯৫২ খ) ১৯৫৪ গ) ১৯৬৬ ঘ) ১৯৭০ ৩৯. জাতীয়তার উপাদান- র. সার্বভৌমত্ব রর. ভৌগলিক ঐক্য ররর. ধর্মের ঐক্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ৪০. বিরোধী দল সরকারের কী রোধ করে? ক) জনপ্রিয়তা খ) জনমুখিতা গ) উন্নয়ন কাজ ঘ) স্বৈরচারিতা ৪১. উন্নয়নশীল দেশগুলোতে সুশাসনের পথে এক বড় বাধা হলো- ক) পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব খ) মূল্যবোধের অভাব গ) সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব ঘ) আমলাতান্ত্রিক জটিলতা ৪২. ওঈঞ- র. মানুষের সচেতনতা বাড়ায় রর. জীবনমানের উন্নয়নে ভূমিকা পালন করে ররর. সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৪৩. জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণার মূল কারণ কী বলে তুমি মনে কর? ক) বিশ্ব অর্থনৈতিক মন্দা দূরীক্ষণ খ) বিশ্বে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা গ) উন্নত বিশ্বের প্রাধান্য রক্ষা করা ঘ) অর্থনৈতিক সাম্য রক্ষা করা ৪৪. রাজনৈতিক দৃষ্টিকোণের অন্য নাম কী? ক) ভৌগোলিক খ) অর্থনৈতিক গ) সাংস্কৃতিক ঘ) নৃতাত্ত্বিক ৪৫. উন্নয়নশীল দেশে আমলারা স্বচ্ছতা ও জবাবদিহিতার বাইরে থাকেন। এর কারণ কী? ক) রাজনৈতিক পরিপক্কতা খ) রাজনৈতিক দুর্বলতা গ) আইনের শাসনের উপস্থিতি ঘ) আইনের শাসনের অনুপস্থিতি ৪৬. গভর্ণ্যান্স শব্দটির অর্থ কী? ক) শাসক খ) শাসন গ) শাসিত ঘ) পরিচালনা ৪৭. সুশাসন নিশ্চিত করে- র. কার্যকর রাষ্ট্র ব্যবস্থা রর. কার্যকর অর্থনীতিক ব্যবস্থা ররর. কার্যকর স্থানীয় সরকার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৪৮. ম্যাক্স ওয়েবার কোন দেশের সমাজবিজ্ঞানী? ক) ফরাসি খ) জার্মানি গ) ব্রিটিশ ঘ) ভারতীয় উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: ২০০১ ও ২০০৩ সালে আমেরিকা যথাক্রমে আফগানিস্তান ও ইরাকে আগ্রাসন চালায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, আফগানিস্তান ও ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে মানবধিকার লঙ্ঘন করেছে। ৪৯. ভারতীয় একটি জাতি। এ জাতির রয়েছে- র. রাজনৈতিক সংগঠন রর. সার্বভৌমত্ব ররর. নিজস্ব সংস্কৃতি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর ৫০. জিং পাও-এর অর্থ কী? ক) গ্রামের খবর খ) দেশের খবর গ) যুক্তরাষ্ট্রে ঘ) সুইডেনে সঠিক উত্তর: ৩৫. (খ) ৩৬. (গ) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (খ) ৪০. (ঘ) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (ক) ৪৮. (খ) ৪৯. (ঘ) ৫০. (ঘ)
×