ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলিশ ফুটবল নিয়ে এভরার শঙ্কা

প্রকাশিত: ০৬:২২, ১১ নভেম্বর ২০১৫

ইংলিশ ফুটবল নিয়ে এভরার শঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপিয়ান ফুটবলের রাজত্বে ক্রমেই পিছিয়ে পড়ছে ইংল্যান্ড। গত এক দশকে মাত্র দুইবার চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লীগের দুটি ক্লাব। আর ইউরোপে নিজেদের ব্যর্থতা প্রমাণের জন্য এই তথ্যটাই তার বড় প্রমাণ। যে কারণে ইংলিশ ফুটবল নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডেরই ফরাসী তারকা প্যাট্রিক এভরা। এ বিষয়ে বর্তমানে জুভেন্টাসের জার্সিতে খেলা এই ফ্রেঞ্চ তারকার অভিমত হলো, ‘ইংলিশ ফুটবল নিয়ে আমি সত্যিই কিছুটা চিন্তিত।’ এ সময় তিনি আরও বলেন, ‘ইংলিশ ফুটবল খুবই দ্রুত, শক্তিশালী এবং নিজস্ব স্টাইলে খেলে। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য এখনও তাদের কাজ করতে হবে। আর সেটা অবশ্যই কৌশল নিয়ে। তবে এটা খুব সহজ বিষয় নয়। কারণ খেলোয়াড়রা সেটা সহজে গ্রহণ করতে পারে না।’ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। গত মৌসুমে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিতেই ত্রিমুকুট জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ে তারা। এর আগের দুই মৌসুমে শিরোপা জিতেছে যথাক্রমে লা লিগারই রিয়াল মাদ্রিদ এবং বুন্দেস লিগার ক্লাব বেয়ার্ন মিউনিখ। সর্বশেষ ইংলিশ ক্লাব হিসেবে ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন হয় চেলসি। আর ব্লুজদের আগে ২০০৭-০৮ মৌসুমে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছিল প্যাট্রিক এভারারই সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত এক দশকের মধ্যে চেলসি-ম্যানইউ ছাড়া আর কোন ক্লাবই শিরোপা জয়ের স্বাদ পায়নি। এ বিষয়টি খুবই ভাবিয়ে তুলছে এভরাকে। এর পেছনে একটা কারণও আছে। আজই যে চ্যাম্পিয়ন্স লীগে তার বর্তমান ক্লাব জুভেন্টাস মুখোমুখি হতে যাচ্ছে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে মোটেই চিন্তিত নন ফরাসী এ লেফট ব্যাক। এর আগে সেপ্টেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও খেলেছেন তিনি। তাই ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে প্রফেশনাল মনোভাবের কথাই জানালেন এভরা। এ বিষয়ে তাঁর মন্তব্য, ‘জুভেন্টাস যখন ম্যানচেস্টার সিটিতে খেলেছিল... তখন মোটেও চিন্তিত ছিলাম না। এখন আমি অনেক বেশি পেশাদার মনোভাবাপন্ন। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকার সময়ের চেয়েও অনেক বেশি।’
×