ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউরোপের অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধির পূর্বাভাস কমছে

প্রকাশিত: ০৪:৪৬, ১১ নভেম্বর ২০১৫

ইউরোপের অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধির পূর্বাভাস কমছে

ইউরোপের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে বিভিন্ন প্রণোদনা পরিকল্পনা হাতে নিয়েও খুব একটা সফল হয়নি ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। গবেষণা প্রতিষ্ঠান মার্কিতের তথ্য অনুযায়ী, অক্টোবরে এ অঞ্চলের আর্থিক কার্যক্রম বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। এ অবস্থায় বৃহত্তম অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধির পূর্বাভাস কমাচ্ছেন নীতিনির্ধারকরা। অর্থনীতির হাল ধরতে ১৯টি একক মুদ্রা ব্যবহারকারী অঞ্চল ইউরোজোনের বাজারে চলতি বছরের মার্চে ৬ হাজার কোটি ডলারের বন্ড ছাড়ে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। এরপর থেকে এখন পর্যন্ত জার্মানি ও ফ্রান্সের মতো এ অঞ্চলের বৃহত্তম দেশগুলোর অবস্থা কিছুটা ভাল হলেও বেহালদশা অব্যাহত রয়েছে মন্দাগ্রস্ত দেশগুলোর। অক্টোবরে এ অঞ্চলের আর্থিক কার্যক্রম বেড়েছে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ। দ্রব্যমূল্য কম থাকলেও বাড়ছে না ভোক্তা খরচ, এ কারণে অস্থির উৎপাদন খাত। -অর্থনৈতিক রিপোর্টার রাকাবের মহাব্যবস্থাপক হলেন আব্দুল লতিফ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন মহাব্যবস্থাপক হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান আব্দুল লতিফ। তিনি পদোন্নতি পেয়েছেন উপ-মহাব্যবস্থাপক থেকে। জনাব লতিফের আগে ব্যাংকের প্রধান কার্যালয়ের (রাকাব) উপমহাব্যবস্থাপক হিসাবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। চাকরি জীবনে তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ও জোনাল ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ রংপুর বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালে প্রথম শ্রেণীর অফিসার (৫ম গ্রেড) হিসেবে চাকরি জীবন শুরু করেন। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ব্যাংকিংসহ গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর একাধিকবার প্রশিক্ষণ নিয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের (১৯৮১) অনার্সসহ স্নাতকোত্তর ডিক্রিধারী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়াতে। -স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
×