ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রংপুরে গুলিবিদ্ধ বাহাই নেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভতির্

প্রকাশিত: ০৮:২০, ১০ নভেম্বর ২০১৫

রংপুরে গুলিবিদ্ধ বাহাই নেতাকে ঢাকায় এনে হাসপাতালে ভতির্

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারী এবং বাহাই সম্প্রদায়ের সংগঠক রুহুল আমিনের উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১০টায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সৈয়দপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিমানে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়। পরে তারা তাকে সেখানে না নিয়ে রেফার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। পারিবারিক এবং হাসপাতাল সূত্র জানিয়েছে, সেখানেই তার অস্ত্রোপচার হবে। সূত্র জানায়, রুহুল আমিনের গলার নিচে বুকের ওপর বামদিকে গুলিটি এখনও রয়েছে। তবে সেটি অপসারণ জরুরী ছিল না বলে রংপুরে সেটি অপসারণ করেনি। তবে এখানে অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হবে। বর্তমানে তার সঙ্গে রয়েছে স্ত্রী সামসুন্নাহার রেবা এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু সালেহ মোঃ বরকতউল্লাহ। তাকে হত্যা প্রচেষ্টা মামলার ৩৬ ঘণ্টা পরেও তেমন কোন অগ্রগতি নেই।
×