ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিব-শিশিরের কোলে রাজকন্যা

প্রকাশিত: ০৬:০৪, ১০ নভেম্বর ২০১৫

সাকিব-শিশিরের কোলে রাজকন্যা

স্পোর্টস রিপোর্টার ॥ আরেকটি দায়িত্ব বাড়ল। ব্যাটে-বলে সমান পারদর্শিতা দেখিয়ে এতদিন দলের হয়ে অপরিহার্য অবদান রেখেছেন। তাই হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। টাইগারদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় দায়িত্ব তার। সেটার সঙ্গে নতুন করে যে দায়িত্ব এসেছে তা স্বয়ং সৃষ্টিকর্তাই দিয়েছেন। বাবা হয়েছেন সাকিব আল হাসান। সুদূর মার্কিন মুলুকে তার প্রথম সন্তানের মা হয়েছেন সহধর্মিণী উম্মে আহমেদ শিশির। শিশির প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শুনেই রবিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছিলেন সাকিব। কিন্তু বিমান থেকে নামার আগেই সংবাদ পেয়েছেন বাবা হওয়ার। নিউইয়র্ক সময় সোমবার ভোর ৪টায় সন্তান প্রসব করেন শিশির। সাকিব-শিশিরের তিন বছরের দাম্পত্য জীবনে ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। এর আগেই প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি নিয়েছেন সাকিব। বিসিবিও জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বিশ্বসেরা অলরাউন্ডারকে তাৎক্ষণিকভাবে ছুটি মঞ্জুর করে। সোমবার সকালে নিউইয়র্ক পৌঁছে তবেই নিজ কন্যার মুখ দেখেছেন তিনি। সাকিবের স্ত্রী-কন্যা দু’জনই সুস্থ আছেন বলে জানা গেছে। শনিবার প্রথম ওয়ানডেতে খেললেন সাকিব। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ম্যাচজয়ী নৈপুণ্য দেখিয়েছেন। ক্যারিয়ারসেরা বোলিং করে ওয়ানডেতে প্রথমবারের মতো ৫ উইকেট শিকার করেন তিনি। তার বিধ্বংসী ঘূর্ণি বলে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুইয়ে। প্রথম ম্যাচেই উজ্জীবিত জিম্বাবুইয়েকে ১৪৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় বাংলাদেশ। ম্যাচের পরদিনই খবর পান সন্তানসম্ভবা স্ত্রী শিশির হাসপাতালে। তাই আর রবিবার অনুশীলনে আসেননি। বিসিবিকে আগেই জানিয়ে রেখেছিলেন যেকোন সময় ছুটি প্রয়োজন হতে পারে। তাই ছুটি চাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা পেয়ে গেছেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক ও সাকিবের সতীর্থ মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ‘প্রথম বাবা হওয়ার সময়টা অন্যরকম এক বিষয়। এমন সময় বার বার আসে না। জীবনের চেয়ে তো খেলা বড় নয়।’ কিন্তু সাকিবের হৃদয়ে তো দেশ এবং দেশের ক্রিকেট। তাই দেশ ছেড়ে যাওয়ার আগে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে তিনি জানিয়ে গেছেন যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন। এ বিষয়ে জালাল বলেন, ‘সাকিব আমাকে বলেছে, বাচ্চা হয়ে গেলে বড়জোর ২/৩ দিন থাকবে সে ওখানে। তারপর চলে আসবে।’
×