ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে অভিনব পন্থায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

প্রকাশিত: ২০:৪৫, ৯ নভেম্বর ২০১৫

নীলফামারীতে অভিনব পন্থায় তিন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ অভিনব পন্থায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুরগঞ্জ বাজারে। আগ্নে বা ধারালো অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে নয় ,ওই বাজারের নৈশ্য প্রহরী নুরু মিয়াকে(৪৫) ব্যস্ত রাখতে এক নারীকে মনোরঞ্জনে লাগিয়ে দিয়ে রবিবার গভীর রাতে ওই ব্যবসা প্রতিষ্ঠান গুলোর তালা ভেঙ্গে ডাকাতদল ওই ডাকাতি করে। আজ সোমবার সকালে দোকান খুলতে গিয়ে তালা ও সাঁটার খোলা দেখতে পেয়ে ঘটনাটি বেরিয়ে পড়ে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। এ ঘটনায় বাজারের নৈশ্যপ্রহরী নুরু মিয়া পালিয়ে গেছে। ডিমলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে মুঠোফোনে নিশ্চিত করেন এসআই সাহবুদ্দিন।পুলিশ জানায় ডাকাতরা ওই বাজারের বালু মিয়ার ক্লথ ষ্টোর ও সিদ্দিক আসাদুজ্জামানের দুইটি গালামালের দোকানের নগদ অর্থ সহ সাড়ে ১০ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
×