ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে পাহারাদার হত্যা মামলায় ১২ আসামি কারাগারে

প্রকাশিত: ০৬:১৮, ৯ নভেম্বর ২০১৫

সিলেটে পাহারাদার  হত্যা মামলায় ১২ আসামি কারাগারে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ‘ছোট দুলাইন সিংগাইর বিল’ নামক জলমহালে প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে দুই পাহারাদার হত্যা মামলার ১২ আসামি আদালতে আত্মসমর্পণের পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রবিবার সিলেটের কোম্পানীগঞ্জ আদালতে তারা আত্মসমর্পণ করে। এর আগে ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও পুলিশ চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের কোন আসামিকে গ্রেফতার করেনি। রবিবার যারা আদালতে আত্মসমর্পণ করেছে, তারা হলো- ফিরোজ মিয়া, সিরাজ মিয়া, মইন উদ্দিন, আবদুল কাদির, আক্তার মিয়া, ইদ্রিছ আলী, আবদুল জলিল, আবুল মিয়া, কুতুব, জমির, মরম আলী ও কামরান। গত ৩১ অক্টোবর বন বিভাগের ইজারাদার বিএনপি নেতা তোরাব আলীর নেতৃত্বে জেলা প্রশাসনের ইজারাদার পক্ষের লোকজনের ওপর আক্রমণ চালায়। পরে তাদের গুলিতে জেলা প্রশাসনের ইজারাদার পক্ষের দুই পাহারাদার নিহত ও কয়েকজন আহত হয়। ঈশ^রদী সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য, মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি এ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামালের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান মিন্টু, নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ প্রমুখ।
×