ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীতে ধান লুট, আহত ৫

প্রকাশিত: ০৬:১৭, ৯ নভেম্বর ২০১৫

রাঙ্গাবালীতে   ধান লুট,  আহত ৫

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ রাঙ্গাবালী উপজেলার চরকাশেম গ্রামের তিন কৃষকের ৫০ মণ ধান লাঠিয়ালরা লুট করে নিয়ে গেছে। ধান লুটে বাধা দিতে গেলে লাঠিয়ালরা কুপিয়ে-পিটিয়ে ৭ জনকে আহত করেছে। এদের মধ্যে গুরুতর আহত কৃষক আতিকুর রহমান, কালাম হোসেন, লিটন মিয়া, বশির হোসেন ও ফরিদ হাওলাদারকে রবিবার গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধান লুট ও আহত করার ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এ সময় জমির মালিকরা নিজেদের বাড়িতে ছিলেন। লাঠিয়ালরা ধান লুট করছে, খবর পেয়ে ক্ষেতে গেলে লাঠিয়ালরা জমির মালিক কৃষকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আহত কৃষকরা জানিয়েছেন, লাঠিয়ালরা সংখ্যায় ২০-২৫ জন ছিল। তাদের কাছে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। রাঙ্গাবালীর প্রভাবশালী নেতাদের ইন্ধনেই লাঠিয়ালরা ধান লুট করেছে।
×