ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় অপহৃত শিশু সাভারে উদ্ধার ॥ আটক ২

প্রকাশিত: ০৬:১৬, ৯ নভেম্বর ২০১৫

আশুলিয়ায় অপহৃত শিশু সাভারে উদ্ধার ॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৮ নবেম্বর ॥ আশুলিয়া থেকে অপহৃত শিশু সৌরভ ৩ দিন পর সাভার মডেল থানাধীন হেমায়েতপুর থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় দু’ অপহরনকারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানাধীন কাইচাবাড়ি এলাকার মজনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া জুয়েল ও পাকুল কৌশলে ওই বাড়ির অপর ভাড়াটিয়া রাজমিস্ত্রী মোস্তফা কামালের ৭ বছরের শিশু সৌরভকে অপহরণ করে নিয়ে যায় ও সৌরভের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সৌরভের বাবা এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পুলিশ মোবাইল ফোন কলের ট্রাকিং-এর মাধ্যমে শনিবার মধ্য রাতে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে দু’ অপহরণকারীসহ শিশুটিকে উদ্ধার করে। তবে, অপহরণ চক্রের মূলহোতা গাফ্ফার এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে জুয়েল গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ থানার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ও পাকুল একই থানার হোসেনপুর এলাকার রাজু মিয়ার ছেলে।
×