ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রোয়েশিয়া নির্বাচনে শরণার্থী ইস্যুটি সরকারের জন্য চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:১০, ৯ নভেম্বর ২০১৫

ক্রোয়েশিয়া নির্বাচনে  শরণার্থী ইস্যুটি  সরকারের  জন্য চ্যালেঞ্জ

ক্রোয়েশিয়ার নির্বাচনে ক্ষমতাসীন মধ্য-বাম জোটের ক্ষমতা ধরে রাখার জন্য দলটিকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। রবিবারের এ নির্বাচনে শরণার্থী সঙ্কট প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। খবর এএফপি’র। নির্বাচনের আগের জরিপে দেখা যায়, সরকার ও বিরোধী রক্ষণশীল দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। উভয় জোটই আরও শরণার্থী সমস্যা মোকাবিলায় ভিন্ন ভিন্ন উপায় প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ক্রোয়েশিয়া শরণার্থীদের জন্য একটি ট্রানজিটে পরিণত হয়েছে। সিরিয়া, আফগানিস্তান ও ইরাকের বহু লোক উত্তরে যাওয়ার জন্য দেশটিকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে। চলতি সপ্তাহে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রাঙ্কো অস্টোজিক জানান, এখন পর্যন্ত চলতি বছরে ৩ লাখ ২০ হাজার শরণার্থী দেশটি অতিক্রম করে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করেছে।
×