ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে কারখানা ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৪

প্রকাশিত: ০৬:১০, ৯ নভেম্বর ২০১৫

পাকিস্তানে কারখানা  ধসে প্রাণহানির  সংখ্যা বেড়ে ৪৪

পাকিস্তানের পূর্বাঞ্চলে কারখানা ধসের ঘটনায় রবিবার প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৪৪। উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের কাছে গত বুধবার চারতলা বিশিষ্ট রাজপুত পলিস্টার পলিথিন ব্যাগ তৈরির একটি কারখানা ধসে পড়ে। খবর এএফপির। লাহোরের এক প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মাদ উসমান বলেন, ধ্বংসস্তূপের মধ্যে থেকে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া আহত অবস্থায় আরও তিন জনকে উদ্ধার করা হয়েছিল। তবে পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। ৪০ শতাংশ ধ্বংসস্তূপ ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। তবে ধ্বংসস্তূপের ভেতর থেকে আর কারও জীবিত উদ্ধারের আশা ক্ষীণ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানাটি যখন ধসে পড়ে তখন সেখানে কমপক্ষে ১৫০ জন কর্মরত ছিলেন। তবে এখনও ঠিক কতজন মৃত বা জীবিত ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে তা স্পষ্ট নয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, গত মাসে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কারখানার কাঠামোগত ক্ষতি হতে পারে। ওই ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে প্রায় ৪শ’ জন নিহত হয়।
×