ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লক্ষ্যমাত্রাভিত্তিক স্কুল ব্যাংকিং চালুর নির্দেশ

প্রকাশিত: ০৬:০৭, ৯ নভেম্বর ২০১৫

লক্ষ্যমাত্রাভিত্তিক স্কুল ব্যাংকিং চালুর নির্দেশ

স্কুল ব্যাংকিংয়ের পরিধি সম্প্রসারণে লক্ষ্যমাত্রাভিত্তিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে সব তফসিলী ব্যাংককে স্বনির্ধারিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে জারিকৃত সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, শিক্ষার্থীদের মাঝে আর্থিক শিক্ষা প্রসারের মাধ্যমে কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও পরিচালনার উদ্দেশ্যে সব ব্যাংক স্বনির্ধারিত বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। প্রতিবছর ডিসেম্বর মাসের মধ্যে পরবর্তী বছরের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। ব্যাংকগুলো এ লক্ষ্যমাত্রা অর্জনে এবং আর্থিক শিক্ষাপ্রসারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। তফসিলী ব্যাংকের প্রতিটি শাখা বছরে ন্যূনতম একবার তার এলাকার মধ্যে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী জানুয়ারি থেকে ত্রৈমাসিক ভিত্তিতে ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×