ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘তেজগাঁওয়ে উচ্ছেদ অভিযান’

প্রকাশিত: ০৬:০৫, ৯ নভেম্বর ২০১৫

‘তেজগাঁওয়ে উচ্ছেদ অভিযান’

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৭ নবেম্বরের মধ্যে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সড়ক থেকে ট্রাক না সরালে সেখানে উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রবিবার সেখানকার কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আগে কর্পোরেশনের মেয়র আনিসুল হক ট্রাক মালিক সমিতিকে এই সময়সীমা বেঁধে দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে যাতে কোন ধরনের যানবাহন না থাকে সে জন্য এখানকার ট্রাক মালিক সমিতির সঙ্গে আলোচনা করেছি। তাদের আগামী ২৭ নবেম্বরের মধ্যে রাস্তার পাশের সব ধরনের যানবাহন সরানোর অনুরোধ করেছি। তারা ব্যবস্থা না নিলে নির্ধারিত সময়ের পর সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালাবে। বেলা ১১টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওই এলাকায় অভিযান চালানোর আগে মেয়র আনিসুল হক মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
×