ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসায় প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু কাল

প্রকাশিত: ০৬:০৪, ৯ নভেম্বর ২০১৫

ভিকারুননিসায় প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু কাল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল। রবিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গেল বছরের মতো এবারও ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে ২০ নবেম্বর শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। ২০০৯ সালে যাদের জন্ম তারাই কেবল আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত সকল তথ্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (িি.িাহংপনফ.হবঃ) পাওয়া যাবে। ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ সুফিয়া খাতুন বলেছেন, প্রথম শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা ভর্তি হতে আগ্রহী তাদের অনলাইনে আবেদন করতে হবে। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পরে অন্যান্য শ্রেণীর শূন্য আসন নির্ধারণ শেষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জানা গেছে, অনলাইনে আবেদন ফরম পূরণের পর বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। ভর্তির আবেদন ফরমের মূল্য ২০০ টাকা। ভর্তির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম শ্রেণীর সব শাখার বাংলা মাধ্যম ও মূল প্রভাতী শাখার ইংরেজী মাধ্যমে ভর্তির জন্য প্রকাশ্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে।
×