ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে পাঁচ ভারতীয় নাগরিকের ৩ বছর করে জেল

প্রকাশিত: ০৬:০১, ৯ নভেম্বর ২০১৫

যশোরে পাঁচ ভারতীয়  নাগরিকের ৩ বছর  করে জেল

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সোনা চোরাচালানের অভিযোগে যশোরে পাঁচ ভারতীয় নাগরিককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দ-প্রাপ্তরা হলেন, ভারতের নাগপুর সিটির শান্তিনগর এলাকার বিজয় কুমার, একই এলাকার রামকুমার, কামাল, আহমেদাবাদের রাকেশ লক্ষণ ও অকোনা কাছিয়ালির রোহিত অশোক। যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা রবিবার এ রায় প্রদান করেন। ৩ বছর করে সশ্রম কারাদ-ের পাশাপাশি আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে কারাদ- প্রদান করা হয়। এছাড়া উদ্ধার হওয়া সোনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াফত করার নির্দেশ দেয় আদালত। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ২২ জুন যশোর-বেনাপোল সড়কের আকিজ ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির একটি বাস তল্লাশি করে বিজিবি সদস্যরা ৫ ভারতীয় নাগরিককে আটক করে। পরে তাদের মলদ্বারের ভেতর থেকে উদ্ধার করা হয় চার কেজি চার শ’ গ্রাম সোনা। ধৃতরা দুবাই থেকে ঢাকা-যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু সীমান্ত পার হতে ব্যর্থ হয়ে তারা আবারও যশোরের দিকে ফিরে আসছিলেন। গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ ব্যাপারে পরদিন ২৩ জুন যশোর কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি মামলা হয়।
×