ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র ইব্রাহীমকে বাঁচাতে এগিয়ে আসুন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:৫০, ৯ নভেম্বর ২০১৫

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ ক্যান্সারে আক্রান্ত নবম শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ ইব্রাহীম শেখ (আগুন)। তার খাদ্যনালীতে বাসা বেঁধেছে এই মরণব্যাধি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। বন্ধ হয়ে গেছে তার লেখাপড়া। ক্যান্সার বর্তমান যুগের একটি ভয়াবহ সমস্যা। প্রাথমিক পর্যায়ে বুকে বা গলায় অস্বস্তিবোধ করে সে। তার খাদ্যনালীতে খাদ্য আটকে যাওয়ার অনুভূতি হয়। তার অবস্থার আরও অবনতি ঘটেছে। বর্তমানে শক্ত খাবার গিলতে কষ্ট হয় এবং কখনও কখনও গলায় খাবার আটকে যায়। প্রচ- কাশিতে গলার স্বর ভেঙ্গে যায়। ওজন কমে গেছে, বুকে ব্যথা হয়। এক কথায়, মৃত্যুর সঙ্গে লড়ছে ইব্রাহীম শেখ। রাজধানীর বংশাল রোডে তার বাসা (হোল্ডিং নং ২৫০/২)। তার মাতা-পিতার আর্থিক অবস্থা খুবই খারাপ। দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসা দেয়া হলে শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা। শিশুটির মাতা-পিতার পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। মৃত্যুর সঙ্গে লড়ছে ইব্রাহীম। চিকিৎসার টাকা যোগাড় না হলে শীঘ্রই ইব্রাহীমের জীবনাবসান ঘটবে। এই বাস্তবতা বুঝতে পেরেও অসহায় হয়ে পড়েছেন তার মাতা-পিতা। সন্তানের বিছানার পাশে বসে কেঁদেই চলেছেন তারা। এমতাবস্থায়, শিশু ইব্রাহীমের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন ইব্রাহীমের এই মোবাইল নম্বরে-০১৬৭৭৮১৪১০৯ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ ইব্রাহীম শেখ (আগুন), পূবালী ব্যাংক লিঃ, বংশাল শাখা, ঢাকা, হিসাব নং -৯৯৭৬। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×