ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:১০, ৮ নভেম্বর ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয় : বাংলা ১.‘লবণ’ এর সন্ধি- বিচ্ছেদ- ক) লো+অন খ) লব+অন গ) লোক+অন ঘ) লু+অন ২.সমাজ কত প্রকার? ক) ৪ প্রকার খ) ৮ প্রকার গ) ৬ প্রকার ঘ) ১০ প্রকার ৩.‘বুলবুলিতে ধান খেয়েছে’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ক) কর্তায় ৭মী খ) সম্প্রদানে ৪র্থী গ) অপাদানে ৭মী ঘ) কর্মে ৭মী ৪. কোন বানানটি শুদ্ধ? ক) গৃহিনী খ) গৃহিনি গ) গৃহিণী ঘ) গৃহীনী ৫.‘শেষের কবিতা’ একটি- ক) কাব্যগ্রন্থ খ) উপন্যাস গ) নাটক ঘ) ছোটগল্প ৬.‘জমীদার দর্পণ’ নাটকটির রচয়িতা কে? ক) প্যারীচাঁদ মিত্র খ) মীর মশাররফ হোসেন গ) দীনবন্ধু মিত্র ঘ) মাইকেল মধুসূদন দত্ত ৭.‘পৃথিবী’এর সমার্থক শব্দ নয়- ক) বসুন্ধরা খ) অবনী গ) যামিনী ঘ) ধরনী ৮.কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? ক) প্যারীচাঁদ মিত্র খ) কালী প্রসন্ন সিংহ গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর ৯.শুদ্ধ শব্দ কোনটি? ক) সান্তনা খ) সান্ত¡না গ) স্বান্তনা ঘ) শান্তনা ১০. নিচের কোন দুটি সমার্থক? ক) অহিনকুল- দাকুমড়া খ) অগ্নিশর্মা- অগ্নিপরীক্ষা গ) তাসের ঘর- আমার বিষ ঘ) কোনটিই নয় ১১। “টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ”- এ বাক্যে ‘মুখ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক) আধিপত্য খ) সুনাম গ) মূল্য ঘ) সম্মান
×