ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিহার বিধানসভা নির্বাচন- এক্সিট পোল নিয়ে কারসাজি, তোলপাড়

প্রকাশিত: ০৫:৫৩, ৮ নভেম্বর ২০১৫

বিহার বিধানসভা  নির্বাচন- এক্সিট পোল নিয়ে কারসাজি, তোলপাড়

জনকণ্ঠ ডেস্ক ॥ বিহারে সদ্য অনুষ্ঠিত বিধানসভা ভোটের এক্সিট পোল (ভোটপরবর্তী জরিপ) নিয়ে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে রীতিমতো তোলপাড় চলছে। এই এক্সিট পোল আয়োজন করে ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন এক্সিস এ্যাড প্রিন্ট মিডিয়া নামের একটি সংস্থা। পোলের প্রাথমিক ফলাফলে বলা হয়েছিল, বিহারের বিধানসভা ভোটের মোট ২৪৩ আসনের মধ্যে মহাজোট ১৬৯ থেকে ১৮৩ আসনে জয় পেতে যাচ্ছে। এই মহাজোট গঠিত হয়েছে নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব এবং কংগ্রেস মিলে। আজ ভারতের এই রাজ্যের বিধানসভা ভোটের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা। এই নির্বাচন নিয়ে আরও দুটি এক্সিট পোল হয়। এখানেও মহাজোটের জয়ের আভাস দেয়া হয়। এই এক্সিট পোলের একটিতে বলা হয়, বিজেপি নেতৃত্বাধীন জোট ১৫৫ আসন পেতে যাচ্ছে। গত শুক্রবার অপর একটি এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হয় ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভিতে। এখানে আভাস দেয়া হয়, নির্বাচনে বিজেপি জোট ১২০ থেকে ১৩০ আসন এবং মহাজোট ১০৫ থেকে ১১৫ আসনে জয় পেতে যাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো, কিছু পরে এই এক্সিট পোলের ফলাফল নেট থেকে উধাও হয়ে যায়। মনে করা হচ্ছে, বিশেষ উদ্দেশ্যে এই ফলাফল নেট থেকে মুছে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে ভারতে সামাজিক যোগাযোগ সাইটগুলোতে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। বৃহস্পতিবার দেশটির এক সিনিয়র সাংবাদিক টুইটে বলেন, এক্সিট পোল করা হলো। কিন্তু ফলাফল দেখা যাচ্ছে না। সিএনএন-আইবিএনের নির্বাহী সম্পাদক ভুপেন্দ্র চুবে টুইটে বলেন, ভোটাররা ভোটারদের কাজ করেছে, এখন বিচার-বিশ্লেষকদের বিচার করার পালা। অপর একজন কোন রাখঢাক না করেই টুইট করে বলেন, এই ধরনের জরিপ অর্থহীন। জনগণের রায় পছন্দ হয়নি বলেই কি তারা এটা মুছে দিয়েছে?
×